
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোনা মানেই এক অসাধারণ সম্পদ। একে ঘরে রাখলেও ঘরের মান বাড়ে। আবার যদি নিজের দরকারে লোন নিতে চান তাহলেও এর দাম অনেকটাই বেশি থাকে। যেকোনও দরকারে তাই সোনার দাম এখনও সবার আগে থাকে।
ভারতের মতো বিরাট জনসংখ্যার দেখে সোনার চাহিদা সবথেকে বেশি থাকবে সেটাই স্বাভাবিক। সাধারণ মানুষ সোনার দাম বেশি হলেও সেখান থেকে কিনে নিতে পিছিয়ে যায় না। তবে ভারতের মতো দেশে এবার লাফিয়ে বাড়ছে সোনা দিয়ে লোন নেওয়ার প্রবণতা। দেখা গিয়েছে বিগত ১ বছরে সোনা জমা দিয়ে লোন নেওয়ার প্রবণতা বেড়েছে ৭১ শতাংশ।
সোনার দাম প্রতিদিন বাড়ছে হৈহৈ করে। সেখান থেকে এই দাম নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশ কম। তাই যদি কারও হঠাৎ করে টাকা লোন নেওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে তিনি সোনা দিয়েই লোন নিতে চান। আবার নিজের হিসেবমতো সেই সোনাকে ফেরত নিয়ে আসতে পারেন।
সোনা এমন একটি ধাতু যাকে সামনে রেখে যে কেউ লোন দিতে তৈরি হয়ে যায়। সেদিক থেকে দেখতে হলে ভারতের গোল্ড লোনের সংস্থাগুলি আগের তুলনায় এখন অনেক বেশি লাভের মুখ দেখেছে। যেকোনও সময়ে টাকার দরকার হলে সেখানে সোনাকে সবার আগে কাজে লাগানো যেতে পারে। সেই সোনা আবার বিক্রি না হওয়াতে পরে নিজের কাজ মিটে গেলে সোনাকে ফের নিজের ঘরে নিয়ে আসা যেতেই পারে। ফলে সোনা থাকছে তার নিজের জায়গাতেই।
বাজারে সোনা নিয়ে লোন নেওয়ার জন্য যে সুদের হার থাকছে সেখানেও থাকে বিশেষ ছাড়। ফলে সোনা নিয়ে কারও কোনও সমস্যা থাকে না। যিনি সোনা কেনেন তারও লাভ থাকে, আবার যিনি সোনা বিক্রি করেন তারও লাভ থাকে। সবমিলিয়ে সোনায় সোহাগা হয়ে থাকেন সকলেই।
ভারতের মতো দেশে সোনার দাম বহু বছর ধরেই রয়েছে। তাই সোনা কেনা এবং সোনার লোন এতটা বাড়ছে। বাজারের যা হাল তাতে এই পরিস্থিতি আগামীদিনে আরও উপরের দিকেই থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা