
বুধবার ২৮ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকা গৌরীর পরিচয় করিয়ে দিলেন আমির খান। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আনির জানালেন, গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরুনিবাসী এই মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের জল্পনা চলছিল। আমির জানান, তাঁরই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। ছ'বছরের একটি ছেলেও আছে তাঁর। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের। কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন বছর দেড়েক আগে। গৌরীর সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন করছেন তিনি। তামিল ও আইরিশ বংশোদ্ভূত গৌরীর একটি ছ’বছরের ছেলে রয়েছে। প্রসঙ্গত, গৌরীর একটি বেশ বড়সড় সাঁলো রয়েছে।
মজা করে আমির সংবাদমাধ্যমকে জানান, কীভাবে গৌরীর পরিচয় সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমের থেকে আড়ালে রেখেছিলেন তিনি। আমিরের কথায়, “গৌরী বেঙ্গালুরুর বাড়িতে যখন যেতাম, চুপচাপ চলে যেতাম। কাউকে কিছু না জানিয়ে। স্বভাবতই বেঙ্গালুরুর বিমানবন্দরে অত ভিড়-টিড় হয় না।” আর গৌরী যখন মুম্বইতে আমিরের বাড়িতে আসতেন, তখন? তারকার সহাস্যে জবাব, “আরে, সংবাদমাধ্যমের নজর থাকে তো অন্য খানদের বাড়ির দিকে। আমার বাড়ির দিকে খুব একটা মাড়ায় না তারা। অগত্যা সেটাও টের পাওয়া যেত না।” এরপরেই চোখ টিপে, মুচকি হেসে আমিরের জবাব, “কি, সংবাদমাধ্যমকেও এই সময়ে দাঁড়িয়ে ফাঁকি দিতে পারলাম তো? হুঁ, হুঁ বাওয়া।”
আর বিয়ে? গৌরীকে কবে বিয়ে করবেন আমির? “আমার দু'দুবার বিয়ে হয়ে গিয়েছে আগে। তাছাড়া, ৬০ বছর বয়স হয়ে গেল আমার। এই বয়সে ফের বিয়ে করাটা একটু চাপের। আমি এখন বিয়ে করলেও সেটা খুব একটা শোভনীয় হবে কি? তবে...দেখা যাক। গৌরী আর আমার সম্পর্কটা খুব সুন্দর। পরস্পরের প্রতি ভালবাসায় ডুবে রয়েছি আমরা। এটাও বলার,গৌরী কাছে থাকলে শান্ত থাকি।”
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?