মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতের সাত কোটিপতি হারালেন বহু বিলিয়ন ডলার! কারণ জানলে আকাশ থেকে পড়বেন

TK | ১২ মার্চ ২০২৫ ০১ : ২৯Titli Karmakar


আজকাল ওয়েবডেস্কঃ  ভারতের শেয়ার মার্কেটে বড়সড় ধস নেমেছে। দেশের কোটিপতিরা এতে ভুক্তভোগী।  প্রত্যেকেরই মোট সম্পত্তির পরিমাণ কমেছে।  ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের  রিপোর্ট অনুসারে, এই কোটিপতিদের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৩০০ বিলিয়নেরও বেশি।  তবে বর্তমানে শেয়ারমার্কেটের অবস্থা অস্থির থাকায় তাঁরা সঙ্কটের সম্মুখীন হয়েছেন। এদের মধ্যে রয়েছে মুকেশ আম্বানি, গৌতম আদানি, শিব নাদার, আজিম প্রেমজি, শাপুর মিস্ত্রিদের নাম। 


চলতি বছরের শুরুতেই শেয়ার মার্কেটে ধস নেমেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গৌতম আদানি।  তাঁর মোট সম্পত্তির থেকে ১০ বিলিয়ন কমেছে। এখন তাঁর সম্পত্তির পরিমান এসে দাঁড়িয়েছে ৬৮.৮ বিলিয়ন ডলার। আদানি এন্টারপ্রাইজেস কোম্পানির শেয়ারের দামে ১২%  পতন হয়েছে । আদানি গ্রুপের অন্যান্য শেয়ারগুলির দামও কমেছে। যেমন আদানি গ্রিন এনার্জির শেয়ার দামে  ২২% কমেছে, আদানি টোটাল গ্যাসের শেয়ার  ২১.২৬% কমেছে। অন্যদিকে আদানি এনার্জি সলিউশনস এবং আদানি পোর্টস দামেরও  যথাক্রমে ৬% এবং ৩% পতন হয়েছে।


ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শেয়ারে মার্কেটের ধসে তিনিও বড়সড় ধাক্কা খেয়েছেন। যদিও এই ক্ষতির পরেও তিনি দেশের ধনী ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছেন। তিনি তাঁর মোট সম্পত্তি থেকে ৩.১৩ বিলিয়ন ডলার খুইয়েছেন।  এখন তাঁর সম্পত্তির মূল্য  ৮৭.৫ বিলিয়ন ডলার।
এইচসিএল টেকনোলজিসর মালিক শিব নাদারও বিপুল পরিমানে ক্ষতিগ্রস্থ হয়েছেন।  মোট সম্পত্তি থেকে ৭.১৩ বিলিয়ন ডলার হারিয়েছেন তিনি। 

ক্ষতির হাত থেকে রেহাই পান নি আজিম প্রেমজিও। দেশের অন্যতম বৃহৎ  আইটি সংস্থা 'উইপ্রোর' কর্ণধার তিনি। ২.৭০ বিলিয়ন ডলার হারিয়ে তাঁর সম্পত্তির পরিমান এসে দাঁড়িয়েছে  ২৮.২ বিলিয়ন। এছাড়া ক্ষতির তালিকায় রয়েছে শাপুরজি পালোনজি গ্রুপের মালিক শাপুর মিস্ত্রি ও জিন্দাল গ্রুপের মালিকের নাম।


share market downmukhesh ambaniadanitop 7 billionaires lose 34 billion dollar

নানান খবর

সোশ্যাল মিডিয়া