
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের শাসক দলের বিরোধিতায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা মাঝে মাঝেই শাসক দলের সময়সীমা প্রসঙ্গে ডেডলাইন দিয়ে থাকেন। অন্যদিকে মাঝে মাঝেই রাজনীতির অলিন্দে ঘুরে বেড়ায় শাসক দলের আদি নব্য দ্বন্দ্বের কথা। তবে এসব যে কেবল ভাবনা, বাস্তবায়িত হবে না, সেই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন দলের রাজ্য সম্পাদক, মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর সাফ বার্তা, "তৃণমূলের ক্ষতি করতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেয়ওয়া যাবে! সে গুড়ে বলি। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি।" সঙ্গেই বলেন, "তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলে মেয়ে তৈরি করুন। " চুঁচুড়ার একটি সভামঞ্চে এই মন্তব্য করেন কুণাল ঘোষ। দলের আদি নব্য দ্বন্দ্ব নিয়ে যে গুঞ্জন রাজ্য রাজনীতিতে, তাকে একেবারে ফুৎকার দিয়ে উড়িয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল বলেন, " মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি নাকি সিবিআই-ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি। গদ্দার বিজেপি, না পুরনো বিজেপি। শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি। এগুলো আগে বিজেপি ঠিক করুক।"