মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ধনকুবের আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়ায় কীভাবে হয় কর্মী নিয়োগ? বেতন কত? জানলে চমকাবেন

RD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত মুকেশ আম্বানি। সম্পদের ভিত্তিতে বিশ্বের সম্পদশালীদের মধ্যে রিলায়েন্স কর্ণধারের স্থান সপ্তদশ। মুকেশের মোট সম্পদের পরিমাণ ৯১.৬ বিলিয়ন ডলার (২২ ফেব্রুয়ারি প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুাসরে)। আম্বানি পরিবার মুম্বইয়ে ১৫০০০ কোটি টাকার অ্যান্টিলিয়ায় বসবাস করে। যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি বলে বিবেচিত।

মুকেশ এবং নীতা আম্বানির ১৫০০০ কোটি টাকার অ্যান্টিলিয়ায় কর্মী নিয়োগ করা হয় কীভাবে? জানলে অবাক হতে হয়।

আম্বানিদের বাসভবনের কর্মচারীরা লক্ষ লক্ষ টাকার বেতন পান। তাছাড়া, কর্পোরেট সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অ্যান্টিলিয়ায় নানা কাজে ৬০০ থেকে ৭০০ কর্মী নিযুক্ত রয়েছেন। সবচেয়ে বেশি বেতন পান মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ির চালক। জানা গিয়েছে যে, প্রতি মাসে মুকেশ আম্বানির গাড়ির চালক ২ লক্ষ টাকা করে বেতন পান। অর্থাৎ বছরে মোট ২৪ লক্ষ টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে মুকেশ আম্বানির নিরাপত্তারক্ষীদের মাসিক বেতন শুরু ১৪,৫৩৬ টাকা থেকে। বেশিরবাগই পেয়ে থাকেন ৫৫,৮৬৯ টাকা। এই বেতন অনেক সরকারি কর্মচারীর গড় বেতনের কয়েকগুণ।  

কিন্তু আপনি কি জানেন কিভাবে আম্বানির বাড়িতে কর্মী নিয়োগ করা হয়? জানা গিয়েছে যে, আম্বানির বাসভবনে চাকরি পেতে গেলে কঠিন একটি পরীক্ষায় বসতে হয়। পরীক্ষায় পাস করলে হয় সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষা। এছাড়া, সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীর উপযুক্ত সার্টিফিকেট বা ডিগ্রি থাকা আবশ্যিক। 

 


mukeshambani antiliareliance

নানান খবর

সোশ্যাল মিডিয়া