
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হয়েছে ভারতের। রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে চেনা ছন্দে ছিলেন না বিরাট কোহলি। রোহিত এবং কোহলির ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ৩৬ বলে ৪১ রান করেন ভারত অধিনায়ক। অন্যদিকে ৩৮ বলে ২২ রান করেন বিরাট। ভারত ম্যাচটা জিতলেও, গৌতম গম্ভীরকে কড়া বার্তা দিলেন অনিল কুম্বলে। ভারতের প্রাক্তন কোচের দাবি, গম্ভীরকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি মনে করেন, তারকা প্লেয়ারদের থেকে সরে এবার নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সময় হয়ে গিয়েছে।
অনিল কুম্বলে বলেন, 'এটা একজন কোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে। কিংবদন্তি প্লেয়ারদের থেকে সরে নতুন প্রজন্মতে মনোনিবেশ করতে হবে। তবে এইসব কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের। এই টুর্নামেন্ট সিনিয়রদের ভাগ্য গড়ে দেবে। ভারতীয় দলকে কোথায় কী পরিবর্তন করতে হবে, সেটাও বলে দেবে। হার, জিত যাই হোক না কেন, এই কঠিন সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে। সাদা বলের ক্রিকেটে এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের কথা।'
বিশ্বকাপ অনেক দেরি আছে। ৫০ ওভারে আপাতত এটাই ভারতের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ভারতের প্রাক্তন কোচ মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই তারকা ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ করে ফেলতে হবে। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, 'যেকোনও বিশ্বকাপে এমন একটা দল করার চেষ্টা করা হয় যারা একসঙ্গে ২০-২৫ টা ম্যাচ খেলেছে। তবেই পরিস্থিতি বোঝা যায়। কার ওপর ভরসা রাখা যায় জানা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে বিশ্বকাপের ভাবনা শুরু করে দেওয়া উচিত। সিনিয়রদের কি প্রয়োজন? নাকি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুনিয়রদের ওপর ভরসা রাখা উচিত? এই প্রশ্নের জবাব গম্ভীরকে জানতে হবে। ওর হাতে অনেক তরুণ প্লেয়ার আছে। তাই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। বিশ্বকাপের এখনও দু'বছর বাকি। নতুন প্লেয়ারের সেটকে একসঙ্গে খেলতে হবে। ওদেরও ব্যাটিং অর্ডার, ম্যাচ সিচুয়েশন এবং ট্যাকটিক্স বুঝতে হবে।' বিরাট-রোহিত যুগকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাক্তন অধিনায়ক।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?