মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ২০ লাখ বিনিয়োগ: SBI নাকি HDFC- কোন ব্যাঙ্কে মুনাফা বেশি?

RD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘমেয়াদী ঝুঁকিহীন বিনিয়োগের মধ্যে ফিক্সড ডিপোজিটের গ্রহণযোগ্যতা মানুষের কাছে সবথেকে বেশি। অর্থ কোথায় বিনিযোগ বা সঞ্চয় করে রাখতে ভবিষ্যতে ভালো রিটার্ন মিলবে নির্ধারণ করতে SBI এবং HDFC ব্যাঙ্কের ৫ বছরের ফিক্সড ডিপোজিটের তুলনা এখানে দেওয়া হল।

SBI-এর ৫ বছরের ফিক্সড ডিপোজিট

SBI ফিক্সড ডিপোজিটে সাধারণের জন্য বার্ষিক ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ৪.০০ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত  সুদ দিয়ে থাকে। ৭ দিনের মেয়াদ থেকে ১০ বছর পর্যন্ত অর্থ ফিক্সট করা যায়। SBI ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীদের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে।

আনাবাসী ভারতীয়দের জন্য SBI-এর বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্প রয়েছে। যেমন NRO, NRE, RFC, এবং FCNR (B)। FCNR (B) প্রকল্পে USD, GBP, Euro, CAD, AUD, এবং JPY সহ একাধিক বিদেশি মুদ্রা গৃহীত হয়। RFC-তে USD, Euro এবং GBP গৃহীত হয়।

SBI-তে ৫ বছর ধরে ২০ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন

বিনিয়োগের পরিমাণ: ২০,০০,০০০ টাকা
আনুমানিক রিটার্ন: ৭,৬০,৮৪০ টাকা
৫ বছর পর মোট মূল্য: ২৭,৬০,৮৪০ টাকা

HDFC ব্যাঙ্কে ৫ বছরের ফিক্সড ডিপোজিট

HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে সাধারণের জন্য ৩ থেকে ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। HDFC ব্যাঙ্কের ট্যাক্স সেভিং এফডি-তে ৫ বছরের জন্য সাধারণ জনগণের ক্ষেত্রে ৭ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ।

HDFC ব্যাঙ্কেও অনাবাসী ভারতীয়দের জন্য রয়েছে- NRO, NRE, RFC এবং FCNR। FCNR-তে USD, GBP, Euro, JPY, CAD এবং AUD গৃহীত হয়। RFC-তে USD, GBP, Euro এবং JPY তেও অর্থ দেওয়া যায়।  

HDFC-তে ৫ বছরে ২০ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন

বিনিয়োগের পরিমাণ: ২০,০০,০০০ টাকা
আনুমানিক রিটার্ন: ৮,২৯,৫৫৬ টাকা
৫ বছর পর মোট মূল্য: ২৮,২৯,৫৫৬ টাকা

কোন এফডি ভালো রিটার্ন দেয়?

HDFC ব্যাঙ্ক ৫ বছরের ফিক্সড ডিপোজিটে SBI-এর তুলনায় বেশি আনুমানিক রিটার্ন দেয়। ২০ লক্ষ টাকা বিনিয়োগে অতিরিক্ত ৬৮,৭১৬ টাকা মুনাফা করবেন বিনিযোগকারী। তবে, বিনিযোগের ক্ষেত্রে বিনিযোগকারীর ব্যক্তিগত পছন্দই আগ্রাধিকার পায়। ব্যাঙ্কের অন্য়ান্য সুবিধাও এই বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের সমস্ত বিষয় খতিয়ে দেখা উচিত।


fixeddepositsbihdfc

নানান খবর

সোশ্যাল মিডিয়া