
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির দিনে বাঙালিদের মধ্যে ভাজাভুজি খাওয়ার বিশেষ চল রয়েছে। বৃষ্টির দিনে চারপাশের পরিবেশটা কেমন যেন শান্ত আর স্নিগ্ধ হয়ে যায়। মনটাও হালকা লাগে, তাই মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে জাগে। ভাজাভুজি এই সময়ে একদম মানানসই খাবার। আর বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরা এক জায়গায় হলে তো কথাই নেই, সবাই মিলে গল্প করতে করতে গরম গরম কিছু খেলে সময়টা বেশ জমে ওঠে। কিন্তু তেলেভাজা ভাল লাগলেই তো আর দোকান থেকে আনা যাবে না! তাতে বারোটা বাজবে পেটের। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন মুচমুচে 'অনিয়ন রিং'।
উপকরণ:
* বড় পেঁয়াজ - ২টি
* ময়দা - ১ কাপ
* কর্নফ্লাওয়ার - ১/২ কাপ
* বেকিং পাউডার - ১/২ চা চামচ
* লবণ - স্বাদমতো
* গোলমরিচ - ১/২ চা চামচ (ইচ্ছা অনুযায়ী)
* ডিম - ১টি (ফেটানো)
* দুধ - ১/২ কাপ
* তেল - ভাজার জন্য
প্রস্তুত প্রণালী:
১. পেঁয়াজ রিং করে কেটে নিন: পেঁয়াজের খোসা ছাড়িয়ে প্রথমে অর্ধেক করে নিন। তারপর প্রতিটি অর্ধেক থেকে গোল করে রিং তৈরি করুন। রিংগুলো যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয়।
২. ময়দার মিশ্রণ তৈরি করুন: একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ এবং গোলমরিচ মিশিয়ে নিন।
৩. ডিম এবং দুধের মিশ্রণ তৈরি করুন: অন্য একটি পাত্রে ফেটানো ডিম এবং দুধ ভাল করে মিশিয়ে নিন।
৪. পেঁয়াজ রিং কোট করুন: প্রথমে পেঁয়াজ রিংগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে নিন। এরপর ডিম এবং দুধের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার মিশ্রণে কোট করে নিন।
৫. ভাজুন: একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হলে পেঁয়াজ রিংগুলো সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। ভাজার সময় আঁচ মাঝারি রাখুন যাতে রিংগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবং পুড়ে না যায়।
৬. পরিবেশন করুন: ভাজা হয়ে গেলে অনিয়ন রিংগুলো তেল থেকে তুলে একটি প্লেটে রাখুন। গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে।
কিছু টিপস:
* পেঁয়াজ রিংগুলো ভাজার আগে কিছুক্ষণ ফ্রিজে রাখলে সেগুলো আরও বেশি মুচমুচে হবে।
* আপনি আপনার স্বাদ অনুযায়ী ময়দার মিশ্রণে বিভিন্ন মশলা যোগ করতে পারেন।
* তেল গরম হয়েছে কিনা তা দেখার জন্য একটি ছোট ময়দার টুকরা তেলে ছেড়ে দিন। যদি সেটি সঙ্গে সঙ্গে উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেল যথেষ্ট গরম হয়েছে।
* অনিয়ন রিংগুলো পরিবেশন করার আগে অতিরিক্ত তেল ঝরানোর জন্য সেগুলি কিচেন টিস্যু পেপারের উপর রাখতে পারেন।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
ডায়েট থেকে শুধু বাদ এই ২টি জিনিস, তাতেই তরতাজা ৫৯-এর মিলিন্দ সোমন
অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?
৬০ ছুঁইছুঁই বয়সেও 'যুবক' শাহরুখ! টগবগে যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন খোদ ‘বাদশাহ’
উত্তরে কল্পা-কিন্নর, নৈনিতাল? নাকি দক্ষিণের উটি? গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল তিন শৈল শহরের সাত-সতেরো