
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে গোনা পাঁচদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক তার আগেই পানিহাটি পুরসভা থেকে উধাও হয়ে গেল মাতৃভাষার স্মারক। পুরসভা পরিচালিত লোকসংস্কৃতি ভবনের সামনে ওই স্মারকটি বসানো ছিল। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
পানিহাটি রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী পুরসভা হিসেবে পরিচিত। শিল্প সংস্কৃতির চর্চায় গোটা রাজ্যে পানিহাটির নাম রয়েছে। পানিহাটি শহরকে ব্যারাকপুর মহকুমার সংস্কৃতির পীঠস্থান বলেও অনেকে পরিচয় দিয়ে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ১৯৮৭ সালে পানিহাটি শহরে লোকসংস্কৃতি ভবন গড়ে ওঠে। স্থানীয় মানুষের উদ্যোগে ওই ভবনের সামনেই গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 'অমর একুশে' পালিত হচ্ছে। সেখানে বসানো হয়েছিল মাতৃভাষার একটি স্মারক। রবিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পুরসভা পরিচালিত লোকসংস্কৃতি ভবনের সামনে থেকে সেই ভাষা স্মারকটি উধাও হয়ে গিয়েছে। কথাটি ছড়িয়ে পড়তেই পানিহাটি শহরের শিল্প সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটির জন্য অনেকেই পুরসভার উপযুক্ত নজরদারির অভাবকেই দায়ী করেছেন।
সাহিত্যিক সাধন চক্রবর্তী বলেন, ''কয়েকদিন পরে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগেই পুরসভার লোকসংস্কৃতি ভবন থেকে ভাষা স্মারক উধাও হয়ে গেল। ঘটনাটি আমাদের কাছে বড় বেদনাদায়ক। পুরসভার নজরদারি ঠিকঠাক থাকলে হয়তো এমন ঘটনার মুখোমুখি আমাদের হতে হত না।''
উপপ্রধান সুভাষ চক্রবর্তী অবশ্য বিষয়টি নিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ''কীভাবে ভাষা স্মারক উধাও হয়ে গেল, আমি তা বলতে পারব না। তদন্ত করা হবে। কারও গাফিলতি থেকে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।''
ভাষা স্মারক উধাও হয়ে যাওয়ার পাশাপাশি পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি রয়েছে। পরিচর্যার অভাবে সেই মূর্তিটিও ঝোপঝড় জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছে। তা নিয়েও সাহিত্যিক সাধন চক্রবর্তী সোচ্চার হয়েছেন। উপপ্রধান অবিলম্বে নজরুলের মূর্তি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী