
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আঙুল মটকালেই কটকট আওয়াজ! অনেকেই বিষয়টিকে বার্ধক্যের লক্ষণ মনে করেন। কিন্তু বিষয়টি কি আদৌ সেরকম? কেউ কেউ একে আলস্যের প্রকাশ ভাবেন, কেউ আবার এই শব্দ শুনলেই বিরক্ত হয়ে ওঠেন। কিন্তু কেন এমন আওয়াজ হয় আঙুলে?
১. অস্থিসন্ধির মধ্যে গ্যাসীয় বুদবুদ: আমাদের অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইড নামক এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে। এই পদার্থের সঙ্গে মিশে থাকে কিছু গ্যাস। যখন আমরা আঙুল মটকাই, তখন অস্থিসন্ধির ফাঁক সামান্য প্রসারিত হয়। এর ফলে সাইনোভিয়াল ফ্লুইডে থাকা গ্যাস বুদবুদের আকারে বেরিয়ে আসে। এই বুদবুদ ফেটে যাওয়ার কারণেই কট কট শব্দ উৎপন্ন হয়।
২. লিগামেন্টের স্থানান্তর: লিগামেন্ট হল তন্তুময় টিস্যু যা হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত করে। যখন আমরা আঙুল মটকাই, তখন লিগামেন্টের সামান্য স্থানান্তর হতে পারে। এই স্থানান্তরের কারণেও কট কট শব্দ উৎপন্ন হতে পারে।
৩. জয়েন্ট ক্যাপসুলের পরিবর্তন: জয়েন্ট ক্যাপসুল হল অস্থিসন্ধিকে ঘিরে থাকা একটি তন্তুময় আবরণ। যখন আমরা আঙুল মটকাই, তখন জয়েন্ট ক্যাপসুলের মধ্যে সাময়িক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের কারণেও কট কট শব্দ হতে পারে।
৪. হাড়ের পৃষ্ঠের ঘর্ষণ: কিছু ক্ষেত্রে, হাড়ের পৃষ্ঠের সামান্য ঘর্ষণের কারণেও কট কট শব্দ উৎপন্ন হতে পারে।
আঙুল মটকালে কট কট শব্দ হওয়া সাধারণত ক্ষতিকর নয়। তবে, আঙুল মটকানোর সময় ব্যথা লাগলে বা অস্থিসন্ধি ফুলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা