
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রায় দুই দশক পর লাভের মুখ দেখল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা লাভ করেছে সংস্থা। ২০০৭ সালে পর এই প্রথম লাভের মুখ দেখল বিএসএনএল। বেসরকারি টেলিকম সংস্থা জিও এবং ভারতী এয়ারটেলের রিচার্জের দাম তুলনামূলক বেশ হওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে লাভ হয়েছে বিএসএনএলের। বহু গ্রাহক ফের বিএসএনএল-এর সিম ব্যবহার করা শুরু করেছেন।
সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) রবার্ট জেরার্ড রবি বলেন, ''এই ত্রৈমাসিকে আমাদের আর্থিক পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট, যা উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি এবং আগ্রাসী নেটওয়ার্ক সম্প্রসারণের উপর আমাদের মনোযোগকে প্রতিফলিত করে। এই প্রচেষ্টার মাধ্যমে, আমরা আশা করছি যে আর্থিক বছরের শেষে রাজস্ব বৃদ্ধি পরিমাণ ২০% ছাড়িয়ে যাবে।'' রবি আরও জানিয়েছেন, এই ২৬২ কোটি টাকার লাভ বিএসএনএলের পুনরুত্থান এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে। তিনি আরও বলেন, বিএসএনএল তার আর্থিক এবং সামগ্রিক ব্যয়ের পরিমাণও কমিয়ে এনেছে। গত বছরের তুলনায় ১,৮০০ কোটি টাকা লোকসান কম হয়েছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মোবাইল পরিষেবায় ১৫%, লিজ পরিষেবায় ১৮% এবং অন্যান্য পরিষেবায় ১৪% রাজস্ব বৃদ্ধি হয়েছে। গ্রাহক পরিষেবা আরও বৃদ্ধি করতে সম্প্রতি বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করা হয়েছে সংস্থার তরফ থেকে। নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে কাজ করছে বিএসএনএল। এর পাশাপাশি ৫জি প্রযুক্তির জন্যও প্রস্তুতি নিচ্ছে। এই মাসের শুরুতেই বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক বিস্তারের জন্য চার হাজার কোটি টাকা অনুমোদন করেছে ক্যাবিনেট। সেই অর্থ দিয়ে প্রায় এক লক্ষ ৪জি টাওয়ার লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন