মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | কন্যাসন্তানের ভবিষ্যৎ গড়ে দেবে এলআইসি-র এই পলিসি, দেখে নিন একঝলকে

Sumit | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নিজের শিশুর ভবিষ্যৎ আপনাকেই তৈরি করতে হবে। সেখানে বাজারে বহু স্কিম রয়েছে। তবে সেখানে যদি সঠিক পথ বেছে নিতে চান তাহলে আপনার সঙ্গে রয়েছে এলআইসি। এখানে এমন পলিসি রয়েছে যেখানে বিনিয়োগ করলে সেখান থেকে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ হবে নিশ্চিত।


এলআইসি-র কন্যাদান পলিসি। যদি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। যদি আপনার মেয়ের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে হয় তাহলে সেখান থেকে আপনি এখানে তার নামে বিনিয়োগ করতে পারেন। এখান থেকেই আপনি নিজের মেয়ের জন্য পেতে পারেন ২২.৫ লক্ষ টাকা। পলিসির সময়সীমা রয়েছে ১৩ থেকে ২৫ বছর। 


এখানে প্রতি মাসে, তিন মাস অন্তর, ছমাস অন্তর বা বছরে একবার সমস্ত টাকা আপনি বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করতে হলে মেয়ের পিতার বয়স ৫০ বছরের কম হতে হবে। তিন বছর পর এখান থেকে আপনি লোনও পেতে পারেন। যদি মনে করেন আপনি টাকা দিতে পারছেন না তাহলে দুবছর পর যদি স্যারেন্ডার করে দেন তাহলে সেখানে আপনার জমানো টাকা সুদ সহ ফেরত দিয়ে দেওয়া হবে।

 


যদি এখানে আপনার কয়েকটি পেমেন্ট বাকি থেকে যায় তাহলে ৩০ দিনের মধ্যে সেটি দিয়ে দিতে পারেন। সেখানে কোনও বাড়তি জরিমানা দিতে হবে না। এখানে যদি ২৫ বছর ধরে মাসে ৩৪৪৭ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে বছরে আপনি জমাবেন ৪১ হাজার ৩৬৭ টাকা। সেখানে আপনাকে এই টাকা ২২ বছর ধরেই দিতে হবে। বাকি তিন বছর আপনাকে টাকা দিতে হবে না। তবে আপনি হাতে পেয়ে যাবেন ২২.৫ লক্ষ টাকা।

 


যদি পলিসি চলাকালীন পিতার মৃত্যু হয়ে যায় তাহলে সমস্ত টাকা তার স্ত্রী পেয়ে যাবে। এছাড়া পিতার মৃ্ত্যুর পর অতিরিক্ত ১ লক্ষ টাকা তার কন্যা পাবে। যদি হঠাৎ করে কোনও দুর্ঘটনায় পিতার মৃত্যু হয় তাহলে কন্যা অতিরিক্ত ১০ লক্ষ টাকা পাবে। 


LicLickanyadanpolicy smartinvestmentdaughter

নানান খবর

সোশ্যাল মিডিয়া