
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ মহিলাদের জন্য চালু করা সঞ্চয় প্রকল্পটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। ২০২৩ সালে চালু হওয়া মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র (MSSC) প্রকল্পের অধীনে চলতি বছর ৩১শে মার্চ পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। ১লা এপ্রিল থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব আর হবে না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারী উপস্থাপিত বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। তবে, ২০২৫ সালের উপস্থাপিত বাজেটে, অর্থমন্ত্রী এই প্রকল্পটি এগিয়ে নিয়ে য়াওয়ার কোনও ঘোষণা করেননি। তাই, ৩১শে মার্চ ব্যাঙ্ক এবং ডাকঘর বন্ধ হওয়ার সঙ্গে সহ্গেই এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে।
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের অধীনে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। বর্তমানে কোনও স্বল্পমেয়াদী সঞ্চয় প্রকল্পে মহিলারা এত সুদ কোথাউ পান না। এই প্রকল্পটি ২ বছরে ম্য়াচিওর হয় এবং এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পে সর্বনিম্ন ১০০০ টাকা জমা করা সম্ভব। এই প্রকল্প যেকোনও ব্যাঙ্কে খোলা যাবে। এর বাইরে, আপনি পোস্ট অফিসে একটি মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র অ্যাকাউন্টও খোলা যায়।
নাম থেকেই বোঝা যাচ্ছে, এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি যদি একজন পুরুষ হন, তাহলে আপনি আপনার স্ত্রী, মা, মেয়ে বা বোনের নামেও এই প্রকল্পে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা একটা সরকারি প্রকল্প, তাই এতে বিনিয়োগ করা খুবই নিরাপদ। এই স্কিমে সম্পূর্ণ স্থির এবং নিশ্চিত রিটার্ন মেলা সম্ভব। এই প্রকল্পে বিনিয়োগ করার সময় শুধুমাত্র ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। তার পরে কেউ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন