
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন: সাধারণ কলেজে পড়ুয়াদের কাজের সুযোগ করে দিতে উদ্যোগী তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার থেকে উত্তরপাড়ার রাজা প্যারী মোহন কলেজ ছাত্র সংসদের উদ্যোগে শুরু হল দুই দিনব্যাপী 'ক্যারিয়ার ফেয়ার'। একাধিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে এলআইসি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, অ্যাক্সিস ব্যাঙ্ক, জর্জ টেলিগ্রাফ, রাইস-এর মতো একাধিক নামীদামি সংস্থা। কলেজে পড়ুয়াদের কর্মসংস্থানের লক্ষে ছাত্র সংসদের নেওয়া উদ্যোগ হুগলি জেলায় এই প্রথম। কর্মসংস্থানের পাশাপাশি মেলায় পড়ুয়াদের জন্য তৈরি করে দেওয়া হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহজ ঋণের সুযোগ। মেলায় পড়ুয়াদের জন্য ছিল পড়াশোনার পাশাপাশি ভোকেশনাল শিক্ষার সুযোগও। কলেজ পড়ুয়াদের স্বার্থে অভিনব এই উদ্যোগ রাজা প্যারী মোহন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ।
সাধারনত ইঞ্জিনিয়ারিং কলেজেই ক্যাম্পাসিংয়ের সুবিধে পেয়ে থাকত ছাত্রছাত্রীরা। এখন সেই সুযোগ পাচ্ছে সাধারণ কলেজের ছাত্রছাত্রীরাও। এদিন উত্তরপাড়া কলেজে আয়োজিত ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। কলেজে ছাত্র সংসদের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিধায়ক। তিনি বলেছেন, ''এই মেলা থেকে বহু ছাত্রছাত্রী আগামী দিনের অর্থাৎ ভবিষ্যতের দিশা খুঁজে পাবে। এই ধরনের উদ্যোগ সমস্ত কলেজগুলোরই নেওয়া উচিত। নিউটাউনে চলছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিভিন্ন বাণিজ্যিক সংস্থা বাংলায় বিনিয়োগের জন্য এই সম্মেলনে উপস্থিত হয়েছে।''
রাজ্য সরকারের উদ্দেশ্য কর্মসংস্থান। শিল্প হলে, কাজ হবে। এদিন আয়োজিত কেরিয়ার ফেয়ারের প্রথম দিনেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও