
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি মানুষ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করছেন। ভারতে ডিজিটাল লেনদেন বাড়ছে এবং এর জন্য UPI প্রচুর পরিমাণে ব্যবহার হয়। কিন্তু দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম এইচডিএফসি (HDFC) UPI ব্যবহার নিয়েই বোমা ফাটিয়েছে। কোটি কোটি গ্রাহক তিন ঘন্টার জন্য UPI ব্যবহার করতে পারবেন না। এর অর্থ হল, UPI এর মাধ্যমে কোনও ব্যক্তি কাউকে টাকা পাঠাতে পারবেন না। জেনে নিন এইচডিএফসি ব্যাঙ্কের UPI পরিষেবা কখন বন্ধ থাকবে।
এইচডিএফসি ব্য়াঙ্ক জানিয়েছে যে, সিস্টেম রক্ষণাবেক্ষণের কারণে, চলতি মাসের ৮ তারিখে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) পরিষেবা বেশ কয়েক ঘন্টার জন্য কাজ করবে না। UPI পরিষেবা ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাত ৩টে পর্যন্ত কাজ করবে না। অর্থাৎ এই সময়ের মধ্যে গ্রাহকরা তাদের UPI অ্যাপ ব্যবহার করে কোনও লেনদেন করতে পারবেন না।
এই সময়কালে, এইচডিএফসি ব্যাঙ্কের বর্তমান এবং সঞ্চয় অ্যাকাউন্টের পাশাপাশি RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক এবং অ-আর্থিক UPI লেনদেনও করা সম্ভব হবে না।
ইউপিআই (UPI) কী?
UPI হল এমন একটি সিস্টেম যার মাধ্যমে যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়। এটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তৈরি করেছে। UPI-এর সাহায্যে, মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা স্থানান্তর করা যেতে পারে। UPI পেমেন্ট সিস্টেমে, Google Pay, PhonePe বা Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করে একটি মোবাইল ডিভাইসের মাধ্যমে দু'টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিকভাবে টাকা স্থানান্তর করা হয়। UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য IFS কোডেরও প্রয়োজন নেই। এর জন্য, কেবল UPI আইডি জানলেই হবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন