
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও চিনকে চ্য়ালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে ভারত। বৃহস্পতিবার বড় ঘোষণা করেছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, চ্যাটজিপিটি, ডিপসিকের মতো ভারতও নিজেদের এআই মডেল আনতে চলেছে। আগামী আগামী ১০ মাসের মধ্যেই সেই এআই মডেলের আত্মপ্রকাশ ঘটাতে পারে।
উৎকর্ষ ওড়িশা কনক্লেভের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোর দিয়ে জানান যে এআই মডেলের প্রাথমিক কাজ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। সরকার এমন একটি সিস্টেম তৈরিতে নজর দিচ্ছে যা ভারতীয় ব্যবহারকারীদের অনন্য চাহিদা পূরণ করে। বৈষ্ণব বলেছেন, "গত দেড় বছর ধরে, আমাদের টিম স্টার্টআপ, গবেষক, অধ্যাপকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। আজ, আমরা আমাদের নিজস্ব মৌলিক মডেল তৈরির জন্য প্রস্তাব আহ্বান করছি। মডেলটি ভারতীয় প্রেক্ষাপট, ভাষা এবং সংস্কৃতির প্রেক্ষিতে, পক্ষপাতমুক্ত হবে।"
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর কাজ করে। ভারতের নিজস্ব এআই সিস্টেম তৈরির জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ১৮ হাজার ৬৯৩ জিপিইউ-এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্ডিয়া এআই কম্পিউট ফেসিলিটিতে হবে এই কাজ। এর মাধ্যমে ভারতের এআই মডেল বিশ্বমানের হয়ে ওঠার দাবিও করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "ডিপসিক এআই ২ হাজার জিপিইউ-র মাধ্যমে প্রশিক্ষিত। চ্যাট জিপিটি প্রশিক্ষিত ২৫ হাজার জিপিইউ-র মাধ্যমে। ইতিমধ্যেই ১৫ হাজার হাই এন্ড জিপিইউ রয়েছে আমাদের।" এর মধ্যে ১০ হাজার জিপিইউ অপারেশনাল বলেও জানিয়েছেন তিনি। ৬ মেজর ডেভেলপার এআই-এর উপরে কাজ করছে। আগামী ৪-৬ মাসের মধ্যেই এই মডেল তৈরি হয়ে যাওয়ার কথা। তবে এআই মডেলটির আত্মপ্রকাশের জন্য ৮ থেকে ১০ মাস সময় লাগবে।
ইতিমধ্যেই মার্কিন সংস্থা 'ওপেন এআই'-কে পিছনে ফেলে দিয়েছে চিনা স্টার্ট-আপ ডিপসিক। কৃত্তিম বুদ্ধিমত্তায় মার্কিন আধিপত্ত টোল খেয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ফ্ল্যাগশিপ এআই মডেলের উন্নততর ভার্সন চালু করেছে বাইটডান্স। তারপরই আসছে ভারতের এআই মডেল।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও