
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেয় কেন্দ্র সেই দিকে সকলের নজর। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে ছাড়ের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। সূত্রের দাবি, নতুন অর্থবর্ষে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ভুক্তদের কর ছাড় দিতে পারে কেন্দ্র। ১৫ থেকে ২০ লক্ষ টাকা যাঁদের আয় তাঁদের ২৫ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে।
বর্তমানে, নতুন কর ব্যবস্থার অধীনে, বার্ষিক ৭.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেতনভোগী করদাতাদের কার্যকরভাবে কোনও করের দায় নেই। ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় সর্বোচ্চ ৩০% কর স্ল্যাবের মধ্যে পড়ে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, এই করের ধাপে পরিবর্তন আনার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্র। সরকারে ওই সূত্র জানিয়েছে, সরকার বেশ বিকল্প মূল্যায়ন করে দেখছে। বাজেট অনুযায়ী, দু'টি পদক্ষেপই বাস্তবায়ন করা যেতে পারে। প্রথমত, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত ঘোষণা করা এবং ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে আয়ের জন্য ২৫ শতাংশ করের ধাপ চালু করা। তিনি আরও জানিয়েছেন, এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারের ৫০হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতি বহন করতে হবে।
ভারতীয় করদাতাদের জন্য দু'টি কর ব্যবস্থা চালু রয়েছে। পুরনোটিতে বাড়িভাড়া ও বিমার প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। ২০২০ সালে যে নয়া কর জমানা শুরু হয়েছে, তাতে তেমন কোনও ছাড়ের অবকাশ নেই। মূল্যবৃদ্ধি ক্রমে গ্রাস করছে ভারতীয় অর্থনীতিকে। দৈনন্দিন জীবনের খরচ জোগাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আগামী ১ ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটেই নজর সকলের।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা