
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি প্রতি মাসে আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পারিবারিক বা ব্যক্তিগত খরচের জন্য টাকা স্থানান্তর করেন, তাহলে স্ত্রী কীভাবে সেই টাকা খরচ করছেন সে ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। এই অর্থের কিছু নির্দিষ্ট ব্যবহার ভারতীয় কর আইনের অধীনে আপনার করের আওতায় চলে আসতে পারেন।
কোন কোন ক্ষেত্রে করের আওতায় আসতে পারেন আপনি? যদি আপনার স্ত্রী আপনার থেকে প্রাপ্ত অর্থ এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মতো স্কিমগুলিতে বিনিয়োগ করেন, তাহলে এই বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় আয়কর আইন অনুযায়ী আপনার আয় হিসাবে বিবেচিত হবে। ফলস্বরূপ, এই আয়ের উপর যে কোনও করের দায় আপনার উপর পড়বে। আপনার স্ত্রীর উপর নয়। যদি এই ধরনের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় পুনঃবিনিয়োগ না করা হয়, তাহলে আপনার স্ত্রীকে এই আয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এটি আপনার আয়ের সঙ্গেই ধরা হবে।
আপনার স্ত্রীকেও কর দিতে হতে পারে। যদি আপনার স্ত্রী প্রাথমিক বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় (যেমন, শেয়ারের লভ্যাংশ, সুদ বা ক্যাপিটাল গেইন) পুনরায় বিনিয়োগ করেন, তাহলে এই পুনর্বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় তাঁর আয় হিসাবে বিবেচিত হবে। এই আয় বছরের ভিত্তিতে গণনা করা হয় এবং করযোগ্য আয় হিসাবে ধরা হয়। ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে, তাঁকে আয়কর দিতে হতে পারে এবং আইটিআর দাখিল করতে হতে পারে।
আপনার স্ত্রী তার অ্যাকাউন্টে স্থানান্তরিত অর্থ কীভাবে ব্যবহার করেন তা পর্যবেক্ষণ করুন। বিশেষ করে যদি তা বিনিয়োগ করা হয়। অপ্রত্যাশিত কর থেকে মুক্তি পেতে একজন আর্থিক উপদেষ্টা বা কর পরামর্শদাতার পরামর্শ নিন। বাধ্যতামূলক না হলেও আপনার স্ত্রীর আইটিআর দাখিল করুন। এর ফলে স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সুবিধা হবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা