সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Police was attacked in Domkal and Narendrapur, a sub inspector and an ASI was injured gnr

রাজ্য | ডোমকলে পুলিশের উপর হামলা, আসামিকে ছিনতাই করে নিল গ্রামবাসীরা, নরেন্দ্রপুরে এএসআই-কে অস্ত্রের কোপ

AD | ১৬ জানুয়ারী ২০২৫ ২১ : ২০Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: চুরির মামলায় ধৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে খোয়া যাওয়া মাল উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে হল মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশকে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ডোমকল থানার আলিনগর গ্রামে। পুলিশের উপর হামলা চালানোর পর কিছু গ্রামবাসী এক আসামিকে ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীদের হামলায় ডোমকল থানায় কর্তব্যরত সাব-ইন্সপেক্টর রানা প্রতাপ সেনগুপ্ত গুরুতর আহত হয়েছেন। তাঁর হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কিছু গ্রামবাসী ওই পুলিশ আধিকারিকের গলা লক্ষ্য করে হাঁসুয়া চালান। নিজেকে বাঁচাতে ওই আধিকারিক হাত বাড়িয়ে দিলে তাঁর আঙুলে গুরুতর আঘাত লাগে। পুলিশের উপর হামলার ঘটনা এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছে।

ডোমকল থানার এক আধিকারিক জানান,দিন চারেক আগে আলিনগর গ্রামে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করার পর চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রানা শেখ নামে ওই গ্রামের এক যুবককে গ্রেপ্তার করে। চুরির মাল কোথায় লুকিয়ে রাখা রয়েছে তা জানতে বুধবার রাতে রানাকে নিয়ে আলিনগর গ্রামে গিয়েছিল পুলিশের একটি দল। তিনি জানান, গ্রামে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে রানার কয়েকজন আত্মীয় এবং কিছু গ্রামবাসী উত্তেজিত অবস্থায় রানাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁদের বাধা দিলে পুলিশের উপর হাঁসুয়া এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অতর্কিত এই হামলায় পুলিশ কিছুটা হতভম্ব হয়ে পড়ে। এই সুযোগ নিয়ে রানাকে ছিনতাই করে নিয়ে যায় কিছু গ্রামবাসী। এরপর  ডোমকল থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় গিয়ে তল্লাশি শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, রানাকে খুঁজে না পেয়ে পুলিশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। 
 
পুলিশ সূত্রের খবর,  চোর হিসেবে নিজের গ্রামে  রানার 'কুখ্যাতি' রয়েছে। এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া রানার সন্ধানে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত আরও বেশ কয়েকজন ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

অপরদিকে, নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশকর্মীকে। অল্পের জন্য রক্ষা পেলেন নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করেন বাকি পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, ২০২২ সালের শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন নীলরতন পাল (৭৬), সৌম পাল ওরফে বাবু (২৩) এবং শ্যামল পাল ওরফে বাপি (৪১) নামে তিনজন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি।


DomkalNarendrapurMurshidabad

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া