
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নারীর ক্ষমতায়ণে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে। ফলে দেশজুড়ে মহিলা ভোটারের সংখ্যা গত পাঁচ বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। সম্প্রতি এসবিআই সমীক্ষায় এই প্রবণতা প্রকাশ পেয়েছে। সমীক্ষায় উল্লেখ, দেশে কোটি কোটি মহিলা ভোটার বৃদ্ধির সহায়ক হয়েছে শৌচালয় নির্মাণ, মুদ্রা ঋণ, সাক্ষরতা এবং আবাসনের মতো নারী-কেন্দ্রিক সমাজকল্যাণমূলক প্রকল্পগুলো। এসবিআই রিসার্চের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় অতিরিক্ত ১.৮ কোটি মহিলা ভোট দিয়েছেন। এই গবেষণায় ভারতের নির্বাচন কমিশনের তথ্য ব্যবহার করা হয়েছে।
সমীক্ষা অনুসারে, সাক্ষরতার ১ শতাংশ বৃদ্ধি ৪৫ লক্ষ মহিলা ভোটারকে বুথমুখী করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ির মালিকানা প্রকল্পের সুফল পেয়ে ২০ লক্ষ নারী ভোটার গত লোকসভায় ভোট দিয়েছেন। এছাড়া, বিদ্যুৎ এবং উন্নত পানীয় জল-ও মহিলাদের ভোটদানে উৎসাহিত করেছে। নারী কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী ১৯টি রাজ্যে গড়ে মহিলা ভোটদানের হার ৭.৮ লক্ষ বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশজুড়ে মোট ১.৫ কোটি মহিলা ভোটার বৃদ্ধি পেয়েছে। যেসব রাজ্য প্রকল্প বাস্তবায়ন করেনি, সেখানে গড়ে মাত্র ২.৫ লক্ষ ভোটার বৃদ্ধি পেয়েছে।
নারী কল্যাণ প্রকল্পগুলি কীভাবে ভোটার সংখ্যা বৃদ্ধির সহায়ক হয়েছে?
সাক্ষরতার হারে ১ শতাংশ বৃদ্ধির ফলে মহিলা ভোটারদের উপস্থিতি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ইঙ্গিত দেয় যে, ২০২৪ থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে ১.৮ কোটি বর্ধিত মহিলা ভোটারের মধ্যে প্রায় ৪৫ লক্ষ মহিলাল সাক্ষরতার উন্নতির জন্য বুথমুখী হয়েছে।
গৃহ মালিকানা মেলায় প্রায় ২০ লক্ষ মহিলা ভোটার বৃদ্ধি হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৭৪ শতাংশ বাড়ি এককভাবে বা যৌথভাবে মহিলাদের মালিকানাধীন।
শৌচালয় প্রকল্পের ফলে ২০২৪ সালের নির্বাচনে প্রায় ২১ লক্ষ বেশি মহিলা ভোটার লক্ষ্য করা যায়। এছাড়াও, বিদ্যুৎ সংযোগ, উন্নত পানীয় জলের লভ্যতার ফলেও ভোটদানে মহিলাদের ইতিবাচক প্রভাব পড়েছে।
উৎসাহব্যঞ্জক প্রবণতা সত্ত্বেও, এসবিআই রিসার্চ রিপোর্ট কল্যাণ প্রকল্পগুলির অনিয়ন্ত্রিত সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেছে। এটি কল্যাণ ব্যয়কে মোট দেশজ উৎপাদনের (জিএসডিপি) ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও