
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে রেকর্ড ভিড়ের আশা করছে সেখানকার কর্তৃপক্ষ। সব ধরণের প্রস্তুতি করে নিয়ে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন। যাতে সুষ্ঠুভাবে এই মেলা করা যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে পৌঁছে গিয়েছেন। বাকিরা আসছেন নিজের মতো করে।
এবারের মহাকুম্ভ মেলায় ৪০ কোটি ভক্তদের সমাগম হবে বলেই মনে করছে প্রশাসন। বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তদের পাশাপাশি বিদেশী ভক্তরাও ভিড় জমাবেন এখানে। ফলে ৫৫ দিনের এই ইভেন্টকে সঠিকভাবে পরিচালনা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
মহাকুম্ভ মেলায় আসার জন্য হাজার হাজার বাস তৈরি করে রাখা হয়েছে। থাকছে ট্রেন এবং বিমানযাত্রার ব্যবস্থাও। উত্তরপ্রদেশ সরকার সবদিক থেকেই ব্যবস্থা তৈরি করে রেখেছে। যদি কোনও কারণে একদিক থেকে যেতে অসুবিধা হয়ে থাকে তাহলে অন্য পথ দিয়ে সরাসরি চলে যাওয়া যাবে মেলায়। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সাড়ে সাত হাজারের বেশি বেশি বাস তৈরি রেখেছে। এটি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। এতে উঠলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কুম্ভমেলায়। পাশাপাশি ৫৫০ টি শাটল বাসের ব্যবস্থাও থাকছে। এগুলি বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রয়াগরাজ জেলায় আসতে সাহায্য করবে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে এখানে আসার জন্য সরাসরি বাসের ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় রেলও এখানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ১৩ হাজার স্পেশাল ট্রেন গোটা দেশজুড়ে চলবে। ভারতের প্রধান শহর থেকে এখানে আসা যাবে অতি সহজেই। পাশাপাশি ৫০ টি ছোটো শহর থেকেও সরাসরি ট্রেনে চেপে এখানে আসা যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।
দেশের প্রথম সারির শহর থেকে বিমানে চেপেও সরাসরি চলে আসা যাবে প্রয়াগরাজে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বিলাসপুর, হায়দরাবাদ, রায়পুর, লখনউ, ভুবনেশ্বর, কলকাতা, দেরাদুন, চন্ডীগড় থেকে এখানে সরাসরি বিমানে চেপে আসা যাবে। এছাড়াও চেন্নাই, জম্মু, পাটনা, অযোধ্যা, নাগপুর, পুনে, ভোপাল থেকেও বিমানে চেপে এখানে আসা যাবে। বিমানবন্দরে নেমে ট্যাক্সি বা ক্যাব নিয়ে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। ভাড়া লাগবে ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও