
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন ভোটে তিনি জয়লাভ করেছেন। এবার নিজের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা। তবে যে খবর পাওয়া গিয়েছে গ্রিনল্যান্ড নাকি কিনে নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। একে মার্কিন সীমার মধ্যে নিয়ে এসে তাকে আরও বাড়াতে চাইছেন তিনি। তার এই মতলবের পিছনে কী কারণ রয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে তার এই ইচ্ছা জানার পরই গ্রিনল্যান্ড নিয়ে তৈরি হয়েছে নতুন চিন্তাভাবনা এবং বিতর্ক। যদি গ্রিনল্যান্ড বিক্রি হয়ে যায় তাহলে তার দাম কত হবে, গুরুত্ব কী হবে এবং কেন ট্রাম্প এমনটা করতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা এই প্রথম নয়। ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একবার গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। সেইসময় তিনি এর দাম রেখেছিলেন মার্কিন ডলারের হিসাবে ১০০ মিলিয়ন সোনার দাম। বর্তমানে যার আনুমানিক মূল্য ১.৩ বিলিয়ন ডলারের সমান।
বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ডে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেগুলির দিকে নজর পড়ছে মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এমন একটি পরিকল্পনা করেছেন। এখানকার মাটিতে যে কপার, ধাতু, কোবাল্ট রয়েছে তা আগামীদিনে আমেরিকার সম্পত্তি হতে পারে বলেই ট্রাম্প এমন একটি ইচ্ছা জানিয়েছেন। এছাড়াও পৃথিবীর ভৌগলিক মানচিত্র অনুসারে গ্রিনল্যান্ড নিজের জন্য জায়গা করে নিয়েছে। এর বর্তমান দাম ২৩০ মিলিয়ন থেকে শুরু করে ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অনেকে আবার মনে করছেন এর দাম ১.৫ ট্রিলিয়নের দিকেও যেতে পারে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি গ্রিনল্যান্ডকে আমেরিকা নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তারা ভৌগলিকভাবে রাশিয়া এবং চিনের থেকে অনেকটা এগিয়ে যাবে। ফলে বিশ্বের এই দুই শক্তিধর দেশের উপর নজর রাখা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার। যদিও ট্রাম্পের এই ইচ্ছাকে খারিজ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড এখানকার অধিবাসীদের জন্য। আমাদের ভবিষ্যত আমরাই ঠিক করে নেব। ফলে অন্য কেউ কী মনে করল তাতে কিছুই যায় আসে না।
ট্রাম্পের এই ইচ্ছা একেবারে অবাস্তব হলেও যখন তার মাথায় এই চিন্তা ঢুকেছে তখন তিনি এর থেকে সহজে বের হয়ে আসবেন না সেটা পরিষ্কার। এবার আগামীদিনে মার্কিন মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা