
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্কের মধ্যে অন্যতম হল এইচডিএফসি ব্যাঙ্ক। ৭ জানুয়ারি থেকেই এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হারে নতুন করে পরিবর্তন করল। এবার থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার করেছে ৪.৭৫ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ। এই সুদের হার রয়েছে জেনারেল সিটিজেনদের জন্য। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯০ শতাংশ হারে সুদ। ফলে নতুন বছরে হাসি ফুটল বিনিয়োগকারীদের মধ্যে।
যারা এখানে বিনিয়োগ করতে চান তারা যদি ব্যাঙ্কে গিয়ে সরাসরি কথা বলেন তাহলে গোটা বিষয়টি জানতে পারবেন। অন্যদিকে অনলাইনে গিয়ে ব্যাঙ্কের সমস্ত তথ্য জেনে নিতে পারেন। সেখানে আপনাকে নিজের কাছে এইচডিএফসি ব্যাঙ্কে যেতে হবে। এর আগেও এই ব্যাঙ্ক ভাল সুদের হার দিয়ে এসেছে। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সেরা হিসাবে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। কিছুদিন অন্তর তারা ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করতে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
হাতে আর কয়েকটা দিন। তারপরই আগামী ৫ বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেদিক থেকে দেখতে হলে তার আগেই বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় পরিবর্তন করতে পারে। যদি সমস্ত তথ্য আপনার হাতে থাকে তাহলে অতি সহজেই আপনি সেখানে বিনিয়োগ করে নিজের লাভের টাকা ঘরে তুলতে পারবেন।
এখানেই শেষ নয়, এবার থেকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের লোনের ক্ষেত্রে সুদের হারও পরিবর্তন করতে চলেছে বলে খবর। ফলে সেখান থেকে যদি সুদের হার কমে বা বাড়ে তাহলে সেটাও যারা লোন নিয়ে থাকেন তাদের উপর বড় প্রভাব ফেলবে। তাই লোন নেওয়ার আগে একবার গিয়ে ব্যাঙ্কের শাখায় গিয়ে জেনে নিন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা