
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে আর কয়েকটা মাত্র দিন। তারপরই পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট। এবার ফের একবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি বাজেট পেশ করবেন। দেশের আগামী ৫ বছরের রূপরেখা তিনি সেদিন স্থির করে দেবেন। তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী।
করছাড় এমন একটি বিষয় যার দিকে সকলেই তাকিয়ে থাকেন। সেই তালিকায় সবথেকে বেশি যারা রয়েছেন তারা হলেন দেশের সিনিয়র সিটিজেনরা। তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি তারা বিভিন্ন সরকারি প্রকল্পে যদি কর ছাড় পান তাহলে তাদের বাকি জীবনটা নিশ্চিন্তে কাটে।সেখানে ২০২৪ সালে লোকসভা ভোটের বছর ছিল। তাই সেবারে তাদের জন্য তেমন কোনও সুখের খবর শোনাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এবারেও কী তাই হবে কিনা তা দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
সিনিয়র সিটিজেনরা এবার দেশের অর্থমন্ত্রীর কাছে সঠিক বয়স, স্বাস্থ্য, পরিবার নিয়ে যাতে সুখে থাকতে পারেন তেমন একটি বাজেটের আশা করছেন। সাধারণ নাগরিকদের মধ্যে থেকেও তারা সঠিকভাবে যাতে নিজেদের কাজ করতে পারন সেদিকে নজর রাখাই হবে তাদের প্রধান টার্গেট।
বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি যাতে তাদের জন্য সঠিক অবসর স্কিম ঘোষণা করেন সেদিকে তাদের নজর থাকবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত যদি তাদের কর ছাড় থাকে তাহলে তাদের জীবন অনেক বেশি নিশ্চিন্ত হবে। যদি অতিরিক্ত করের বোঝা সেদিন তাদের উপর চাপে তাহলে তাদের অস্বস্তি বাড়বে।
অন্যদিকে স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি সেদিন ২ লক্ষ টাকা করা হয় তাহলেও তারা অনেকটাই স্বস্তি বোধ করবেন। তাদের উপর যতটা কম চাপ দেওয়া যায় সেদিকেও তাদের নজর থাকবে। নতুন কর কাঠামো কোন দিকে থাকবে সেদিকেও তাদের নজর থাকবে।
এছাড়া সেদিন আইটি ফাইল, পেনশন, করছাড়ের দিকটিতে সিনিয়র সিটিজেনদের বাড়তি চোখ থাকবে। টিডিএস নিয়ে সরকার যদি কোনও ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে সেটি তাদের কাছে যথেষ্ট মঙ্গলজনক হবে। এছাড়া বিভিন্ন পোস্ট অফিস এবং ব্যাঙ্কিং স্কিমে যদি তাদের কথা ভেবে বাজেট করা হয় তাহলে তারা অনেক বেশি নিশ্চিত হবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন