
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঠাণ্ডা ঝড়ে কাঁপছে সব। চারিদিকে হচ্ছে ভারী তুষারপাত। সঙ্গে বৃষ্টিপাত। পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই প্রতিকূল অবস্থায় কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন।
সেখানকার ট্র্যাকিং ওয়েবসাইট জানাচ্ছে, সোমবার বিকেল পর্যন্ত প্রায় এক লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ মিসৌরি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। এই প্রতিকূল অবস্থার জেরে প্রায় ২৪০০ টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া বহু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ন্যাশানাল ওয়েদার সার্ভিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, ওয়াশিংটনে এক ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝোড়ো হাওয়ার ওপর নজর রাখছেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজন অনুসারে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
এই ভয়াবহ ঝড়ের প্রভাবে শহরের সমস্ত রাস্তা তুষারে ঢেকে গিয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল কেউ সাদা রঙ ছড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে শহরের স্কুলগুলি একদিনের জন্য বন্ধ পর্যন্ত রাখা হয়েছিল। মিসৌরি স্টেট হাইওয়ে থেকেও আরও দুটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গাড়িতে তুষারচাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। এর পাশাপাশি এক হাজারেরও বেশি গাড়িচালক আটকে পড়েছিলন। প্রতিবেশী কানসাসে খারাপ আবহাওয়ার জন্য এক গাড়ির সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে একজন মারাও যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সোমবার সকালে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন।
আশঙ্কা করা হচ্ছে টর্নেডোর। সেই সঙ্গে শিলাবৃষ্টি এবং বাতাসের দমকা হাওয়ায় যে কোনও মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। অন্যদিকে, মার্কিন উপসাগরীয় উপকূলে পারদ কয়েক ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অ্যাপালাচিয়ান পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। কেনটাকি, মিসৌরি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি জায়গার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন ঘরে থাকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল