
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট স্কিম হল এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ নিজেদের টাকা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোতে যান। তারা সকলেই জানেন এখানে তাদের টাকা সঠিকভাবে রিটার্ন করবে। নতুন বছরের বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে চলুন দেখে নেওয়া যাক।
এসবিআই ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে সুদের হার করেছে ৪ শতাশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনে সুদের হার করেছে ৬ শতাংশ। ১৮০ দিন থেকে শুরু করে ২১০ দিনে সুদের হার করেছে ৬.৭৫ শতাংশ। ২১১ থেকে ১ বছরে সুদের হার রয়েছে ৭ শতাংশ। ১ বছর থেকে ২ বছরে সুদের হার রয়েছে ৭.৩ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরে সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরে সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ।
এইচডিএফসি ব্যাঙ্ক ৩ কোটি টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত সুদের হারে পরিবর্তন করেছে। ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ সুদ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.২৫ থেকে শুরু করে ৭.৯০ শতাংশ করে সুদ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১ দিন থেকে শুরু করে ১৪ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৩.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.০ শতাংশ হারে সুদ। ১৫ থেকে ২৯ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৩.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.০ শতাংশ হারে সুদ। ৪৬ থেকে ৬০ দিনের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.০ শতাংশ হারে সুদ। ৬১ থেকে ৯০ দিনের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.০ শতাংশ হারে সুদ।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা