
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সিডনির পিচ ঘাসে মোড়া। প্রথমদিন উইকেট দেখে সুনীল গাভাসকর বলেন, এখানে গরু চড়তে পারবে। গ্লেন ম্যাকগ্রা জানান, পিচে এতো ঘাস কোনওদিন দেখেননি। নিজেদের মাঠে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররাও। দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ অর্ডারও ব্যর্থ। ব্যতিক্রম একমাত্র ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়নি একই পিচে খেলছেন। যেখানে বিনা লড়াইতে তাঁর সতীর্থরা একের পর এক আত্মসমর্পণ করেন। সিডনির এই পিচ ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন, পেসারদের পোয়াবারো। প্রথম দু'দিন ২৬ উইকেট পড়েছে। তারমধ্যে দ্বিতীয় দিন ১৫। এমন পিচে নেমেই শনিবার ঝড় তোলেন ঋষভ পন্থ। ভয়ঙ্কর পিচে খেললেন টি-২০ ক্রিকেটের মেজাজে।
মেলবোর্নে ট্রাভিস হেডের বলে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হওয়ায় চতুর্থ টেস্ট খোয়াতে হয়েছে। তার দায় বর্তায় ঋষভ পন্থের ওপর। সেই জ্বালা-যন্ত্রণা নিয়েই বোধহয় এদিন নেমেছিলেন ভারতীয় তারকা। চার, ছয়ের বন্যা বইয়ে দেন। টেস্ট খেলেন টি-২০ ক্রিকেটের মেজাজে। ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬১ রান করেন। অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের নয়া নজির গড়েন। ভাঙেন ১২৯ বছরের রেকর্ড। দেখে মনে হয়, পন্থ সম্পূর্ণ অন্য একটি পিচে ব্যাট করছে। তাঁর খেলার প্রশংসা না করে থাকতে পারেননি শচীন তেন্ডুলকর। কঠিন পিচে সাহসী এবং আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য বাহবা দেন।
নিজের এক্স হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লেখেন, 'এমন একটা উইকেট যেখানে অধিকাংশ ব্যাটারের স্ট্রাইক রেট ৫০ বা তারও কম, সেখানে ঋষভ পন্থের স্ট্রাইক রেট ১৮৪, যা এককথায় অসাধারণ। প্রথম বল থেকেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়েছে। ওকে ব্যাট করতে দেখতে সবসময় ভাল লাগে। প্রভাবশালী ইনিংস।' প্রথম বল থেকেই কাউন্টার অ্যাটাকে যান পন্থ। প্রথম বলেই স্কট বোল্যান্ডকে ছয় মারেন। নিজের মনোভাব স্পষ্ট করে দেন। এইধরনের পিচে ডিফেন্ড করা কঠিন। আক্রমণে যাওয়াই হাতিয়ার। যা শুরুতে করে দেখান যশস্বী জয়েসওয়াল। প্রথম ওভারেই মিচেল স্টার্ককে চারটে চার মারেন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তবে পন্থের ইনিংস দ্বিতীয় দিনের শেষে ভারতকে ১৪৫ রানে লিড দেয়। এখনও হাতে ৪ উইকেট রয়েছে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা