
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বাজার খুলতেই ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার। গতকালই যেখানে খানিকটা ঘুরে দাড়িয়ে ২ পয়েন্ট লাভ করেছিল বাজার সেখানে শুক্রবার বাজার খুলতেই ফের রক্তক্ষরণ। এদিন দিনের শুরুতেই সেনসেক্স এবং নিফটি দুই জায়গাতেই ধস নামতে থাকে।
এদিন বাজার খোলার পর সেনসেক্স ৮০ হাজার ৭২.৯৯ দিয়ে শুরু হয়। বৃহস্পতিবার সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৯ হাজার ৯৪৩.৭১ পয়েন্ট দিয়ে। তবে দিনের শুরুতেই ৬৭০ পয়েন্টে ধাক্কা খায় সেনসেক্স। ফলে তা বর্তমানে গিয়ে হয়েছে ৭৯ হাজার ২৭৪.৭৭ পয়েন্টে।
অন্যদিকে রক্তক্ষরণ বজায় রয়েছে নিফটি ফিফটিতেও। সেখানে দিন শুরু হয় ২৪ হাজার ১৯৬.৪০ পয়েন্ট দিয়ে। বৃহস্পতিবার বাজার বন্ধ হয়েছিল ২৪ হাজার ১৮৮.৬৫ পয়েন্ট দিয়ে। তবে দিন শুরু হতেই নিফটি ফিফটি ১৮৮ পয়েন্ট হারিয়ে সরাসরি নিচের দিকে নামতে থাকে। এরপর সেটি বর্তমানে ২৪ হাজারে গিয়ে ঠেকেছে।
শেয়ারবাজারের প্রতিটি সেক্টরে এদিন সকাল থেকেই ভাল চাপ ছিল। নিফটি আইটি, ব্যাঙ্ক, আর্থিক সংস্থা, ফার্মা সহ প্রতিটি ক্ষেত্রে শেয়ারে ধাক্কা দিয়েই দিন শুরু করে। কেন শুক্রবার এই পরিস্থিতি তৈরি হল তা নিয়ে বিশেষজ্ঞদের মত এবার জেনে নেওয়া যাক।
বিশেষজ্ঞরা মনে করছেন বেশ কয়েকটি হেভিওয়েট প্রতিষ্ঠান যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস এবং টিসিএস সবই দিনের শুরু ভাল করেনি। বিনিয়োগকারীরা এখানে টাকা লাগিয়ে লাভ তোলার আগেই তারা সেই বিনিয়োগে হাত গুটিয়েছেন। ফলে বাজার শুরু থেকেই ধাক্কা খেয়েছে।
বিশেষজ্ঞরা আরও দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট হিসাব ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে এবং ভারতের শেয়ারবাজারে। তবে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসের কোয়ার্টারের প্রভাব থেকে বাজার এখনও বের হতে পারেনি। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ডলারের দাম প্রতিনিয়ত উপরের দিকে থাকছে। ফলে ভারতীয় মুদ্রার উপর একটি বড় প্রভাব পড়ছে। যদি এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়ে থাকে তাহলে ভারতের প্রধান শেয়ারগুলিতে ধাক্কা চলতে থাকবে। ফলে শেয়ার বাজারের রক্তক্ষরণ চলবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা