
সোমবার ০৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপ্টা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ নিয়ে নানা ঘটনার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিপাড়ায়। যার মধ্যে কয়েকটির সম্পর্কে ওয়াকিবহাল সাধারণ মানুষও। এবার যেমন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক রাখঢাক না রেখে জানালেন, বলিউডের উপর বীতশ্রদ্ধ হয়ে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি ছাড়ছেন তিনি! পাশাপাশি এও জানালেন এবার থেকে তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির জগতে।
সেই সাক্ষাৎকারে অনুরাগ আরও জানান যে আজকাল বলিউডে ছবি তৈরির যে মজাটা সেটাই হারিয়ে গিয়েছে। পরিচালকের কথায়, " এখনকার প্রযোজকেরা ছবি তৈরির আগে সেটাকে বেচবে কীভাবে এবং কত ভাবে, সেই হিসাব কষা শুরু করে দেন! এখানকার এই তো মানসিকতা। এসব দেখে এককথায় আমি তিতিবিরক্ত! আরও একটা উদাহরণ দিই এখানকার ছবি নির্মাতাদের চিন্তাভাবনার। 'মনজুম্মেল বয়েজ' এর মতো চিত্রনাট্য নিয়ে কোনও হিন্দি ছবি তৈরি হবে না। কিন্তু সেই ছবি-ই যখন দারুণ সাড়া ফেলে তখন বলি-প্রযোজকেরা আমার সঙ্গে জিজ্ঞেস করে জানতে চান সেই ছবির নির্মাতাদের সঙ্গে আমার আলাপ-পরিচয় আছে কি না? কারণ ওই ছবির স্বত্ব কিনে তাহলে একটা রিমেক বানানো যাবে! এই তো অবস্থা।"
বলিপাড়ার উঠতি অভিনেতাদের নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন অনুরাগ। তাঁর মতে, নয়া প্রজন্মের অভিনেতারা সবাই চান তাঁদের সঙ্গে যেন তারকা-ব্যবহার করা হয়। সেটি না পেলেই তাঁদের গোঁসা। সবমিলিয়ে ছবি তৈরির পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা