
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রিয় বন্ধু, তার ফোন থেকে সেই চুরি করে নিয়েছিল প্রেমিকার ছবি, কিছু ভিডিও। এখানেই শেষ নয়, প্রেমিকার ওই ছবি-ভিডিও বিক্রি করে, এবং তা নিয়ে রীতিমত ব্ল্যাকমেইল শুরু করেছিল। আর তার জেরেই চরম পদক্ষেপ তরুণের। খুন করে ফেলল নিজের প্রিয় বন্ধুকে।
যোগীরাজ্যে তেমনটাই ঘটেছে। ১৭ বছরের ওই তরুণ এবং তার প্রিয় বন্ধু অভিনব, দুজনেই একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল। শুধু স্কুলের বন্ধু নয়, প্রতিবেশীও ছিল একে অপরের। দু’ জনেই ইঞ্জিনিয়ারিং-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাড়ি থেকে ১৫কিলোমিটার দূরের কোচিংয়ে পড়তে যাওয়ার সময় অভিনব স্কুটার চালিয়ে নিয়ে যেত, একসঙ্গেই যেত দুই বন্ধু। উত্তরপ্রদেশের মীরাটের অভিনবর মৃত্যুর ঘটনায় তরুণকে জিজ্ঞাসাবাদ করতেই, সে স্বীকার করেছে খুনের ঘটনা।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, শনিবার দুজনেই কোচিং-এ গিয়েছিল। কিন্তু রাত পর্যন্ত অভিনব আস্র বাড়ি ফেরেনি। তার বাবা-মা তরুণকে জিজ্ঞাসা করায়, সে জানায়, অভিনবর কথা জানে না কিছুই। অভিনবর বাবা পুলিশে অভিযগ দায়ের করেন, জানান তাঁর সন্দেহের তীর তরুণের দিকেই।
জিজ্ঞাসাবাদে তরুণ স্বীকার করেছে, সেই খুন করেছে অভিনবকে। কীভাবে? জানা গিয়েছে বারই থেকে অনেকটা দূরে তারা গিয়েছিল, উদ্দেশ্য অভিনবর ফোন বিক্রি করা। পরে তারা রেস্তোরাঁয় খায়, ফেরার পথে হাতুড়ি দিয়ে অভিনবকে খুন করে তরুণ। তরুণ জানিয়েছে, প্রেমিকার এবং তার বেশকিছু ছবি ভিডিও অভিনব চুরি করেছিল এবং সেগুলি বিক্রিও করেছিল। সেই কারণেই এই চরম পদক্ষেপ গ্রহন করেছে সে। তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিনবর দেশ পুলিশ রবিবার তার পরিবারের আহতে তুলে দেওয়া হলেও, পরিবারের তরফে দাবি করা হয়েছে, বিচার না মেলা পর্যন্ত দেহ সৎকার করবে না পরিবার।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও