
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলাই এখন সিনেমা তৈরির জন্য আদর্শ গন্তব্যস্থল। মঙ্গলবার "কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুম্বাই বা বলিউড-এর সিনেমা নির্মাতাদের প্রতি তিনি টলিউড-এর সঙ্গে কাজ করার আহ্বান জানান। তুলে ধরেন এই বাংলার সিনেমার প্রয়োজনে বৈচিত্র্যময় বিভিন্ন জায়গার কথা।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ছিল চাঁদের হাট। হিন্দি সিনেমার তারকা সলমান খান, অনিল কাপুর বা সোনাক্ষী সিনহার সঙ্গে ছিলেন পরিচালক মহেশ ভাট এবং শত্রুঘ্ন সিনহার মতো তারকারাও। ছিলেন বাংলা সিনেমার নবীন ও প্রবীণ তারকারাও।
সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে যেমন ছিলেন তেমনি ছিলেন দেব, রাজ চক্রবর্তীর মতো তারকারাও। ছিলেন পরিচালক সন্দীপ রায় এবং গৌতম ঘোষের মতো প্রখ্যাত চিত্র পরিচালকরাও। সিনেমার প্রতি বাংলার মানুষের ভালোবাসার উল্লেখ করে মমতা বলেন, "বাংলার মানুষ সিনেমা ভালোবাসেন। তাকে কদর করতে জানেন। বাংলার চিত্র পরিচালকদের অবদান অনস্বীকার্য।" মমতার কথায়, "সিনেমার ভাষা সর্বজনীন। বাংলা হল ভারতের সংষ্কৃতির রাজধানী। বাংলার সিনেমা এগিয়ে চলেছে।"
এদিন বক্তব্য পেশের সময় অভিনেতা ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা মমতাকে সাহসীকতার সঙ্গে এগিয়ে যেতে আহ্বান জানান।
উত্তরে মমতা জানান, "বাংলা কাউকে ভয় পায় না। আমরা ভারতকে ভালোবাসি। তার জনগণকে ভালোবাসি। আমরা মানবিকতার পক্ষে।" তিনি জানান, শারীরিক কারণে অমিতাভ বচ্চন আসতে পারেননি। শাহরুখ খান ব্যস্ত তাঁর মেয়ের সিনেমা "প্রোমোট"-এর জন্য। সলমান খান থেকে অনিল কাপুর, সকল বক্তাই এদিন প্রশংসা করেন মমতার। মঞ্চে এদিন অন্যান্যদের সঙ্গে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদীসহ উৎসব উপলক্ষে আসা বিভিন্ন দেশের বিশিষ্টরা। রাজ্যের ২৯তম এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছে ৩৯টি দেশ। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪