
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অভিষেক পোড়েলের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলা ৬ উইকেটে হারাল দিল্লিকে। বিজয় হাজারে ট্রফিতে ৫১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলা। এই জয় প্রমাণ করছে ম্যাচে কতটা আধিপত্য দেখিয়েছেন অভিষেক পোড়েলরা।
এদিন টস জিতে বাংলা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে। দিল্লির ব্যাটারদের মধ্যে অনুজ রাওয়াত সর্বোচ্চ ৭৯ রান করেন। দিল্লির ব্যাটারদের মধ্যে
বৈভব কান্দপাল (৪৭), আয়ুষ বাদোনি (৪১) ও হিম্মত সিং (৬০) উল্লেখযোগ্য রান করেন। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ৬৬ রানে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলা ৪১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলা ৪১.৩ ওভারে ৪ উইকেটে ২৭৪ রান করে ম্যাচ জিতে নেয়।
বাংলার জয়ের আসল কাণ্ডারী অভিষেক পোড়েল। ১৩০ বলে ১৭০ রান করেন বাংলার এই ওপেনার। ১৮টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল অভিষেক পোড়েলের ইনিংস। অপরাজিত থেকে অভিষেক পোড়েল বাংলাকে জিতিয়ে দেন। বাকি ব্যাটারদের মধ্যে অনুষ্টুপ মজুমদার (৩৭) উল্লেখযোগ্য রান করেন। অভিষেক পোড়েলের মারমুখী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি দিল্লির বোলাররা।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের