
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক সেটব্যাক। বেঙ্গালুরুতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি জেতার দু'দিনের মধ্যে বিজয় হাজারের দল থেকে বাদ পড়লেন পৃথ্বী শ। মঙ্গলবার মুম্বই ওপেনারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় নির্বাচকরা। ৯ ম্যাচে ১২৬ বলে ১৯৭ রান করেন পৃথ্বী। গড় ২১.৮৮। স্ট্রাইক রেট ১৫৬.৩৪। ফাইনালে ১০ রান করেন। সঞ্জয় পাতিল জানান, খারাপ ফর্মের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, 'খারাপ ফর্মের জন্য শ-কে বাদ দেওয়া হয়েছে। ওর ধারাবাহিকতার অভাব রয়েছে। আমরা আয়ুশ মাত্রে এবং অঙ্গকৃষ রঘুবংশীর মতো তরুণদের সুযোগ দিতে চেয়েছিলাম।'
রঞ্জি ট্রফিতে দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী শ। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুযোগ পান। আবার বাদ পড়ার খবরে হতাশ মুম্বইয়ের ওপেনার। ইনস্টাগ্রামে নিজের হতাশা ব্যক্ত করেন। পৃথ্বী শ লেখেন, 'ভগবান আমাকে বলো আমাকে আরও কত কী দেখতে হবে..৬৫ ইনিংসে ৩৩৯৯ রান। গড় ৫৫.৭, স্ট্রাইক রেট ১২৬। এরপরও আমি ভাল না..তবে আমি তোমার ওপর ভরসা রাখব। আশা করব সবাই আমার ওপর আস্থা রাখবে। আমি অবশ্যই প্রত্যাবর্তন করব..ওম সাই রাম।'
আরও একবার নিজেকে প্রমাণ করার লড়াই শুরু পৃথ্বীর। ফিটনেস সমস্যার জন্য প্রথমে রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়েন। আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন। বেস প্রাইজ মাত্র ৭৫ লক্ষ থাকা সত্ত্বেও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। স্ট্রাইক রেট ভাল থাকলেও সৈয়দ মুস্তাক আলিতে বেশি রান করতে পারেননি। ফাইনালেও ব্যর্থ হন। রঞ্জির পর বিজয় হাজারে থেকেও বাদ পড়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। অন্যদিকে বিজয় হাজারের প্রথম তিন ম্যাচে খেলবেন না অজিঙ্ক রাহানে। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন তিনি। বিজয় হাজারেতেও দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের