
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে প্রায় সকলরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ফলে রয়েছে চেকবুক-ও। অবশ্য, অনেকেরই চেকবুকের কার্যকরী ব্যবহারের স্পষ্ট ধারণার ঘাটতিন রয়েছে। যার ফলে অনিচ্ছাকৃত ত্রুটি থেকে যায়। ফলে গ্রাহককে নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই ঝামেলা এড়াতেই মেনে চলুন বেশ কয়েকটি নিয়ম-
ভুল করেও সাদা চেকে স্বাক্ষর নয়-
যাকে চেক দিচ্ছেন তাঁর নাম প্রয়োজনে দু'বার যাচাই করুন। সেখানে অবশ্যই টাকার সংখ্যা ও তারিখ লিখে দিন। কখনেও সাদা চেকে সই করবেন না। সব সময় একটাই পেন দিয়েই চেকে যা লেখার লিখুন। পেনের কালি যেন আলাদা না হয়।
সংখ্যা লেখার পর কোনও ফাঁকা জায়গা নয়-
চেক ইস্যু করার সময় কোনও সাদা জায়গা রাখবেন না। খালি জায়গা থাকলে সেখানে দাগ কেটে দিন। চেকে টাকার সংখ্যা লেখার পর 'ওনলি' শব্দটি লিখুন। অর্থাৎ, শব্দে পাঁচশো টাকা লেখার পর 'ওনলি' শব্দটি যোগ করে দিতে হবে। এই অভ্যাস জালিয়াতির ঝুঁকিও কমাবে।
সাক্ষরের সময় সজাগ থাকতে হবে-
চেক বাউন্সের অন্যতম কারণ হল ভুল স্বাক্ষর। সর্বদা আপনার ব্যাঙ্কে প্রথম থেকে যে স্বাক্ষর রয়েছে, সেই একই স্বাক্ষর চেকে করবেন। না হলেই চেক বাউন্স করবে। চেকের যেখানে সেখানে সাক্ষর করবেন না। তবে, চেকে কোনও ধরনের বদল করতে হলে তার পাশে কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার জন্য সই করে দিতে হবে। একবার লেখা হয়ে গেলে চেকে ওভাররাইট না করাই ভালো। কোনওভাবে চেকে লেখা পূর্ণ হয়ে গেলে তা নিয়ে অতিরিক্ত কিছু করা যাবে না।
তারিখ লিখতে সতর্ক হোন-
ভুল তারিখ লেখার ফলে ব্যাঙ্ক চেক ভাঙাতে অস্বীকার করতে পারে। চেকে লেখা তারিখটি য়াতে সঠিক এবং স্পষ্টভাবে লেখা যায় সেদিকে লক্ষ রাখুন। প্রয়োজন না পড়লে পোস্ট-ডেটেড চেকগুলি এড়িয়ে চলুন। না হলে পোস্ট ডেটেড চেক ভাঙাতে তারিখ সম্পর্কে নিশ্চিত হয়েই চেক ইস্যু করুন।
চেক বাতিলের সময় মনে রাখবেন-
সব সময় চেক বাতিলের সময় এমআইসিআর ব্যান্ড ছিঁড়ে ফেলতে হবে। পরে পুরো চেক জুড়ে ক্যানসেল লিখে দেবেন। এই কাজ করতে কখনোই ভুলবেন না।
বাতিল চেকের বিবরণ নিজের কাছে রাখুন-
সব সময় কাউকে চেক দিলে তার বিবরণ নিজের কাছে রাখুন। প্রতারণা এড়াতে নিজের চেকবুক সবসময় সুরক্ষিত জায়গায় রাখুন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা