সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | "যদি প্রণববাবু প্রধানমন্ত্রী হতেন", বড় আক্ষেপ প্রবীণ কংগ্রেস নেতার, নিশানায় সোনিয়া-রাহুল

RD | ১৫ ডিসেম্বর ২০২৪ ০১ : ৩৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি হলেও মেলেনি প্রধানমন্ত্রীর পদ। দেশের সর্বোচ্চ কুর্সিতে বসেও নানা সাক্ষাৎকারে আক্ষেপ করতে শোনা গিয়েছে প্রণব মুখার্জিকে। এবার সেই একই আক্ষেপের সুর 'বিতর্কিত' কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কথায়। নিজের দীর্ঘ অথচ সীমিত পরিসরে বিস্তৃত রাজনৈতিক জীবন নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে সাক্ষাৎকার দিয়েছেন মণিশঙ্কর। কংগ্রেস, সোনিয়া ও রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে নানা চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রবীণ এই কংগ্রেস নেতা। সেই সাক্ষাৎকারেই মণিশঙ্করের আক্ষেপ, দ্বিতীয় ইউপিএ সরকারের সময় প্রণববাবুকে প্রধানমন্ত্রী করে যদি ডঃ মনমোহন সিংকে রাষ্ট্রপতি করা হত তাহলে ২০১৪ সালে হাত শিবিরের ভরাডুবি আটকানো সম্ভব হত। 

২০১৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস ১৪০ থেকে কমে মাত্র ৪৪টি আসনে জয়ী হয়েছিল। যা দলের এখনও সবচেয়ে খারাপ ফল। মণিশঙ্কর আইয়ারের সাফ ইঙ্গিত, সোনিয়া গান্ধীর সিদ্ধান্তের কারণেই এই হাল কংগ্রেসের। ব্যাখ্যাদিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "২০১২ সালে, আমাদের (কংগ্রেস) দু'টি বিপর্যয় ঘটেছিল। একটি হল, সোনিয়া গান্ধী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্বিতীয়তটি, ডঃ মনমোহন সিংয়ের ছয়বার বাইপাস হয়েছিল। ফলে সেই সময় সরকার প্রধান এবং দলের প্রধান তেমন কাজ করতে পারেননি। প্রশাসনিক কাজে ঢিলে পড়েছিল। কার্যত পঙ্গু অবস্থা।"

৮৩ বছরের নেতার সংযোজন, "সেই সময়ই মানুষ ২০১৪-র জন্য বদলের মনস্থির করতে শুরু করেছিলেন। কিন্তু সেই সময় হাল ধরতে একজন মানুষ ছিলেন, যাঁর কর্মদক্ষতা, ভাবতা-চিন্তা, নেতৃত্বের ক্যারিশমা ছিল দেখার মতো। তিনি দল এবং সরকারকে নেতৃত্ব দিতে পারতেন। তিনি আমাদের প্রণব মুখার্জি।  প্রণববাবু নিজেই তাঁর আত্মজীবনীতে লিখেছেন- চিনি সেই সময়ে যাঅনুমান করেছিলেন যে, তাঁকে ডঃ মনমোহন সিং-এর জায়গায় প্রধানমন্ত্রী করা হবে এবং ডঃ মনমোহন সিংকে ভারতের উন্নয়নে অবদানের জন্য রাষ্ট্রপতি হিসাবে যথাযথ সম্মান দেওয়া হবে। যদি সেটাই হত তবে ২০১৪ সালের ভোটে কংগ্রেস হারলেও ভরাডুবি হাত থেকে রক্ষা পেত।"

২০১৪ সালের ভোটের আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে টু-জি স্পেকট্রাম মামলা সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। টু-জি স্পেকট্রাম মামলা ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা এবং কে কানিমোঝি তিহার জেলে ছিলেন। কিন্তু সেই মামলায় তাঁরা নির্দোশ প্রমাণিত হন। মণিশঙ্করের কথায়, "প্রণববাবু হা ধরলে আলোচনার দরজা খুলতো। শরিকদের মধ্যেও পরস্পর বিরোধী অবিস্বাসের বাতাবরণ তৈরি হত না। কিন্তু, সেই আলোচনার পরিসরই সেই সময় ছিল না। আলোচনা হলে অস্বস্তি বাঁচানোর একটা সুযোগ ছিল।" 

কেন সোনিয়া গান্ধী প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী করলেন না? প্রণববাবুর লেখা উদ্ধত করে মণিশঙ্কর বলেছেন, "বর্ষীয়ান নেতা প্রভন মুখার্জিই বলেছিলেন, যখন সোনিয়া সুস্থ হতে কৌশাম্বী পাহাড়ে গিয়েছিলেন, তখন তিনি শুনেছিলেন যে-  তাঁকে প্রধানমন্ত্রী করার কথা ভাবছিলেন। এখন কেন তা বাস্তবায়িত হল না, আমি জানি না। সনিয়া গান্ধীর এর জবাব দিতে পারবেন।"

এছাড়াও কংগ্রেসের বর্তমান নেতৃত্ব নিয়ে মণিশঙ্করের মন্তব্যে বিষাদের সুর স্পষ্ট। গান্ধী পরিবারের বর্তমান প্রধান তিন সদস্য- সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়ঙ্কা র সঙ্গে কেন এত নিয়ন্ত্রিত সম্পর্ক মণিশঙ্করের? প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, একটি ঘটনা বাদ দিলে, রাহুল গান্ধীর সঙ্গে তিনি মাত্র একবারই গুরুত্বপূর্ণ কারণে সাক্ষাৎ করেছিলেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর সেই অর্থে সাক্ষাৎ হয়েছে মাত্র দু'বার।

কেন এই অবস্থা? কংগ্রেস নেতার জবাব, '১০ বছরে একবারও আমাকে সোনিয়া গান্ধীর মুখোমুখি হওয়ার, তাঁর সঙ্গে ওয়ান-টু-ওয়ান কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মাত্র একবারই আমি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দু'বার কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি আমাকে ফোন করেছিলেন। তো, আমি তাঁদের সংস্পর্শে ছিলাম। আমার রাজনৈতিক কেরিয়ারের যেটা আইরনি, সেটা হল- গান্ধীরাই সেটা তৈরি করেছিলেন এবং গান্ধীরাই সেটা শেষ করে দিয়েছেন।'

 


CongressPranabMukherjeeManiShankarAiyarOnPranabMukherjeeSoniaGandhiRahulGandhi

নানান খবর

নানান খবর

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি! 

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও

যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?

বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ

সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত

সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!

মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের

সোশ্যাল মিডিয়া