
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক)-এর সিইও সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গাপুরে। সেই সম্মেলনের আগে সকল সদস্য দেশের রাষ্ট্রদূতেরা যোগ দিলেন একটি নৈশভোজে। শুক্রবার এই নৈশভোজের আয়োজন করেন প্রবাসী বাঙালি শিল্পপতি তথা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের লিমিটেডের চেয়ারম্যান এবং সিঙ্গাপুরে আগামী অ্যাপেক সম্মেলনের আয়োজকদের প্রধান প্রসূন মুখার্জি। নৈশভোজের উদ্দেশ্য, সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং আলাপচারিতা।
এই নৈশভোজে যোগ দিয়েছিলেন, অ্যাপেক শেরপা রাষ্ট্রদূত কার্লোস ভাসকুয়েজ ছাড়াও ভারত, লিথুয়ানিয়া, জর্ডন, ইন্দোনেশিয়া, কিউবা, এস্তোনিয়া, কাজাখস্থান, শ্রীলঙ্কা, ভেনিজুয়েলা, উজবেকিস্তানের, ফিলিপিন্সের রাষ্ট্রদূতেরা। সিঙ্গাপুরের সাংগ্রিলা হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভারত-সহ মোট ১৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে।
এই বছর অ্যাপেক-এর সিইও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পেরুর লিমাতে। ১৩-১৫ নভেম্বর পর্যন্ত চলা সেই সম্মেলনে সিঙ্গাপুরের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রসূন। তাঁকে সঙ্গে দেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সিইও পিং সুন। এই সম্মেলনে এক হাজারেও বেশি ব্যবসায়ী এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে।
অ্যাপেক ২১টি দেশের সহযোগে তৈরি একটি সংগঠন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ব্যবসা এবং লগ্নির দিকটি খেয়াল রাখে অ্যাপেক। এই সংগঠনের সদস্যদের মোট জিডিপির পরিমাণ বিশ্বের মোট জিডিপির ৬০ শতাংশ। অ্যাপেক-এর উদ্দেশ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদার বাণিজ্যনীতি বজায় রাখা। এর পাশাপাশি, ওই অঞ্চলে শুল্ক এবং অন্যান্য জটিলতার সমাধান করা। ১৯৯০ সাল থেকে ভারত অ্যাপেক-এর সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও স্থায়ী সদস্য করা হয়নি। বর্তমানে ভারত পর্যবেক্ষক দেশ। বিশেষজ্ঞদের মতে, ভারত অ্যাপেক-এর স্থায়ী সদস্য হলে সংগঠনের অন্যান্য সদস্যরা এতে লাভবান হবে। এক বিশাল সম্ভাবনা খুলে যাবে নতুন লগ্নির। শুক্রবারের নৈশভোজে আমন্ত্রিত রাষ্ট্রদূতদের সামনে সেই বিষয়টি তুলে ধরেন প্রসূন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন তিনি।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা