
শনিবার ২৪ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের একদিন আগে ৫ রাজ্যের মধ্যে তিনটিতে জয় হাসিল করে চাঙ্গা বিজেপি। পূর্ণ শক্তিতে সংসদের উভয়কক্ষে ঝাঁপিয়ে বিরোধীদের সমস্ত নস্যাৎ করার প্রস্তুতি সারা গেরুয়া শিবিরের। প্রথম দিনেই লোকসভায় পেশ হতে চলেছে মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট। অর্থের বিনিময়ে প্রশ্ন করা নিয়ে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী মহুয়া মৈত্রকে বহিষ্কার করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
লোকসভার কার্যবিবরণী অনুযায়ী শীতকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার প্রথমেই পেশ হবে মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট। এছাড়াও ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ হবে উভয় কক্ষে। গত ১০ নভেম্বর রিপোর্টটি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের কাছে জমা হয়। তাঁরই নির্দেশে সংসদে পেশের আগেই রিপোর্ট প্রকাশ করা হয়। সোমবার সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করা হবে লোকসভা ও রাজ্যসভায়। ফলে প্রথম দিনেই ঝড় উঠতে চলেছে সংসদের উভয়কক্ষে। এবারের শীতকালীন অধিবেশনে ভারতীয় দণ্ড সংহিতা বিলটি পাস করাতে মরিয়া বিজেপি তথা মোদি সরকার। অন্যদিকে, বিলটির বিরোধিতায় সর্বশক্তি নিয়ে সংসদে ঝাঁপিয়ে পড়ার কৌশল নিয়েছে ইন্ডিয়া শিবির। এবারের শীতকালীন অধিবেশনে মোট ২১টি বিল আনতে চলেছে মোদি সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি বলেছেন, "আমরা মোট ১৯টি বিল আনতে চলেছি এবং ২টি অর্থ সংক্রান্ত বিষয় রয়েছে। মোট ২১টি বিষয় রয়েছে সংসদের জন্য। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সাংবিধানিক নির্দেশ সংক্রান্ত বিলও রয়েছে।"
শনিবার সর্বদল বৈঠকের পরেই লোকসভার কার্যবিবরণী তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও অন্যান্য বিলের মধ্যে রয়েছে, আইনজীবীদের বিল, প্রেস রেজিস্ট্রেশন বিল। ইতিমধ্যেই আইনজীবীদের বিলটি রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে। ব্রডকাষ্ট বিল এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিল রয়েছে এবারের অ্যাজেন্ডায়। সংসদের অধিবেশন শুরুর আগে এথিক্স কমিটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি । তাঁর দাবি, জনৈক সাংসদের বিরুদ্ধে রিপেোর্ট পেশের আগে এথিক্স কমিটিকে সংসদে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে। এথিক্স কমিটি রিপোর্টে কোনও শাস্তির সুপারিশ করেছে কিনা, সে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে সংসদের কৌশল নিয়ে আলোচনা করতে সোমবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের নেতাদের একটি বৈঠক ডেকেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর