
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: নির্মাণ শ্রমিকদের জন্য এবার সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। এই প্রকল্পে তাদের কোনও টাকা দিতে হবে না। রাজ্য সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করে দেবে। ৬০ বছর বয়স পর সেই টাকা ফেরত পাবেন শ্রমিক। নূন্যতম পাঁচ বছর এই প্রকল্পের সদস্য থাকলে অবসরের পর এক হাজার টাকা করে পেনশন পাবেন তিনি। এছাড়া রয়েছে আরও অনেক সুবিধে।
এই প্রকল্প অনুযায়ী, ১৮ বছর বয়সে কেউ নথিভুক্ত হলে তিনি ৬০ বছর বয়সে আড়াই লক্ষ টাকা পাবেন। আগামীতে সরকার জমা করা টাকার অঙ্ক বাড়ালে, অবসরের সময় পাওয়া এককালীন সুবিধার অঙ্কও বাড়বে। এই প্রকল্পে অবসরের আগে স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকা, দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা এবং দূর্ঘটনার ফলে শারীরিক অক্ষমতা হলে ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ শ্রমিকেরা পাবেন।
কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন? জানা গিয়েছে, ভবন নির্মাণ, সড়কপথ, রেল, সেচ-নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিফোনের টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয় ও জলের ট্যাঙ্ক নির্মাণ, পাইপলাইন প্রভৃতি নির্মাণ, মেরামতি, রক্ষণাবেক্ষণ এমনকী তা ভাঙার কাজ করছেন কিম্বা ইট ও টালি প্রস্তুতকরণ, পাথর খাদানে ও পাথর ভাঙার কাজে নিযুক্ত রয়েছেন, এমন শ্রমিকেরা নির্মাণ কর্মী হিসাবে গণ্য হবেন এবং এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন।
এর জন্য আর কী প্রয়োজন: ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনও নির্মাণকর্মী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এর জন্য বিগত এক বছরে নূন্যতম ৯০ দিন এই ধরনের পেশার সাথে জড়িত থাকতে হবে। তিনি যে এমন কাজ করেন সেই বিষয়ে 'সেল্ফ ডিক্লিয়ারেশান' বা নিজের করা একটি লিখিত ঘোষণা প্রয়োজন। শ্রম দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। শ্রম দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার অফিসে ০৩৫৬১২৩০১১২ নম্বরে ফোন করা যেতে পারে।
বাগানের বাসিন্দাদের জন্য সুবিধা: চা বাগানে বসবাসকারী এমন প্রচুর মানুষ রয়েছেন যারা চা বাগানে কাজ করেন না। চলতি কথায় এদের 'নন ওয়ার্কার' বলা হয়। শ্রমিক পরিবারের সদস্য কিম্বা সদস্য নন এমন এই প্রচুর সংখ্যক মানুষ রুজিরোজগারের জন্য চা শিল্পের বাইরের ভিন্ন পেশার সাথে যুক্ত। এদের বেশিরভাগই অসংগতি ক্ষেত্রে কাজ করার ফলে কোনও রূপ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এতদিন পেতেন না। রাজ্য সরকারের এই 'সামাজিক সুরক্ষা যোজনা'র অধীনে চা বাগানে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এবার শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানে গিয়ে ক্যাম্প করে এই ধরনের শ্রমিকদের নিবন্ধনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার বানারহাট ব্লকের তেলিপাড়া ও মোরাঘাট চা বাগানে এমন দুটি শিবির আয়োজিত হয়। শিবিরগুলিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সহকারী লেবার কমিশনার রাতুল ভট্টাচার্য, শ্রম দপ্তরের ইন্সপেক্টর অনিমেষ দে, দীপক কুমার মণ্ডল সহ অনেকে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী