
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড অতীত। নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ব্রিসবেনের গাব্বার বাউন্স ভারতীয় ব্যাটারদের প্রশ্নের মুখে ফেলবে। সেই চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট দু'দিন আগে শেষ হওয়ায়, ব্রিসবেন উড়ে যাওয়ার আগে প্র্যাকটিসের বাড়তি সময় পেয়ে গিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেড ওভালেই রয়েছে টিম ইন্ডিয়া। নেটে ঘণ্টার পর ঘন্টা কাটাচ্ছেন বিরাট। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান পেলেও অ্যাডিলেডে ব্যর্থ হন। তাই ব্রিসবেনে আবার ছন্দে ফিরতে মরিয়া। অ্যাডিলেড ওভালের নেটে বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারকা ক্রিকেটার।
দীর্ঘদিন কোহলির সঙ্গে খেলেছেন হরভজন সিং। ভারতীয় স্পিনার মনে করেন, বিরাট সাধারণত ফ্রন্টফুট প্লেয়ার। কিন্তু গাব্বার বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ব্যাকফুট শক্তিশালী হতে হবে। নেটে তারই প্র্যাকটিস করছেন। হরভজন বলেন, 'আমি ওর সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। কোহলি ফ্রন্টফুট প্লেয়ার। যারা ব্রিসবেনে খেলেছে, যেমন রিকি পন্টিং, স্টিভ ওয়া, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথিউ হেডেন, এরা সবাই ভাল ব্যাকফুটের প্লেয়ার। অস্ট্রেলিয়ার এই পিচে বাউন্স বেশি। এটা সামলাতে ব্যাকফুট গেম শক্তিশালী হতে হবে। সেটাই ও প্র্যাকটিস করছে।'
পারথে অপরাজিত শতরানের পর আশঙ্কা অনেকটাই কেটেছিল। কিন্তু অ্যাডিলেডে আবার যে কে সেই! দুই ইনিংসে ৭ এবং ১১ রান করেন। ব্যাটিং বিপর্যয়ে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তবে কোহলি যে ধরনের আগাম প্রস্তুতি নিচ্ছেন, তাতে খুশি ভাজ্জি। দাবি, প্রত্যেক সেটব্যাকের পর কামব্যাক করেন বিরাট। হরভজন বলেন, 'এদিন দেখলাম প্রচুর বল ও ব্যাকফুটে খেলছে। শর্ট বল ছেড়ে দিচ্ছে, বা ব্যাকফুটে খেলার চেষ্টা করছে। ও জানে গাব্বার পিচ আলাদা হবে। এই উইকেটে বাউন্স এবং পেসের মোকাবিলা করতে হবে। সেখানে ব্যাকফুট গেম লাগবে। নিজের খেলায় আরও উন্নতি করার চেষ্টা করছে দেখে ভাল লাগল। বিরাট কোহলি প্রত্যেক সেটব্যাকের পরে কামব্যাক করে।' ব্রিসবেনে কোহলির রানে ফেরার অপেক্ষায় থাকবে ভক্তরা।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?