
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন প্রচুর টাকার আদানপ্রদান করা হয় অনলাইনে। কখনও ব্যক্তিগতস্তরে আবার কখনও কাজের প্রয়োজনে করতে হয় এই লেনদেন। কিন্তু জানেন কি এর একটা নির্দিষ্ট সীমা-পরিসীমা আছে। যথেচ্ছ টাকা লেনদেন হলেই ইনকাম ট্যাক্সের তরফে নোটিশ চলে আসবে আপনার কাছে।
লেনদেন করা টাকা সেই নির্দিষ্ট সীমার বেশি হলে শুধু আইনি পদক্ষেপই নয়, চোকাতে হতে পারে মোটা অঙ্কের মূল্য। এই নিয়ে ইনকাম ট্যাক্স এর নিয়ম আছে। ইনকাম ট্যাক্স অনুযায়ী একদিনে দু’লাখ টাকার বেশি লেনদেন করা যায় না। তার বেশি লেনদেন করা হলেই হতে পারে ফাইন। এমনকী অনেক সময় যত টাকা লেনদেন হয়েছে তত টাকাই ক্ষতিপূরণ দিতে হতে পারে।
লেনদেন ছাড়াও নানা কারণে নোটিশ পাঠাতে পারে আয়কর দপ্তর। চাকরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই আয়-ব্যয় সম্পর্কিত সমস্ত তথ্য সরকারকে জানাতে হয়। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে জমা করতে হয় এই সংক্রান্ত তথ্য। এরপরই রিটার্ন ফাইল করা শুরু হয়। এইসময় খেয়াল রাখতে হয় বিভিন্ন বিষয়। আয়কর রিটার্ন করার জন্য সাত রকমের ফর্ম হয়। যিনি কর দিচ্ছেন তিনি তাঁর ক্যাটেগরি অনুযায়ী নির্দিষ্ট ফর্ম জমা করেন। অনেকেই ফর্মে ভুল করেন। অনেকে ব্যক্তিগত তথ্যে ভুল করেন। আধার কার্ড, প্যান নম্বর থেকে ঠিকানা কোথাও এতটুকু ভুল হলেই দেখা দেবে সমস্যা। ইনকাম ট্যাক্স রিটার্ন করার সময় কোনও তথ্যই লুকোনো যাবে না। অনেকেই অপ্রয়োজনীয় ভেবে সব তথ্য দেন না। এতে বাঁধতে পারে বিপদ। এছাড়া অনেকে দেরিতে আয়কর রিটার্ন জমা করলে আর যাচাই করেন না। এই যাচাই না করা অবৈধ। কত ইনকাম ট্যাক্স ডিডাকশন মিলবে, তা সঠিকভাবে হিসেব করা উচিত। ভুল ডিডাকশন দাবি করলে নোটিস মিলতে পারে। বিদেশি সম্পত্তি বা বিদেশ থেকে প্রাপ্ত আয়ও আয়কর রিটার্ন দাখিলের সময় জানাতে হয়। না জানালে মোটা টাকা জরিমানা হতে পারে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন