
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু তৃতীয় টেস্ট। গোলাপী বলের টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় ভারতীয় দল এখনও অ্যাডিলেডেই আছে। বুধবার ব্রিসবেনের উদ্দেশে রওনা হবে টিম ইন্ডিয়া। দু'দিন আগে টেস্ট শেষ হয়ে যাওয়ায়, বাকি সময়টা প্র্যাকটিসে ডুব দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অ্যাডিলেড ওভালে পুরোদমে চলছে ট্রেনিং। ব্যাটিং বিপর্যয়ের জন্য দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে। মঙ্গলবার অ্যাডিলেড ওভালের নেটে ব্যাটারদের কসরত করতে দেখা যায়। যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি এবং নীতিশ কুমার রেড্ডি ছাড়া ভারতের বাকি ব্যাটাররা ক্রিজে বেশি সময় কাটানোর সুযোগ পায়নি। তাই এদিন নেটে বেশ অনেকটাই সময় কাটায় ভারতীয় ব্যাটাররা।
রোহিত শর্মা কি ওপেনিংয়ে ফিরবেন? ব্রিসবেন টেস্টের আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে এদিন নেটে ব্যাটিং অর্ডার দেখে তেমন মনে হয়নি। অ্যাডিলেড টেস্টের ব্যাটিং অর্ডার ধরে রাখা হয়। শুরুতে ব্যাট করেন যশস্বী এবং রাহুল। রোহিতকে চার নম্বরে ব্যাট করতে দেখা যায়। অর্থাৎ, তৃতীয় টেস্টেও রোহিতের মিডল অর্ডারে নামার সম্ভাবনা বেশি। অ্যাডিলেডে ছয় নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করেন রোহিত। দুই ইনিংসে যথাক্রমে ৩ এবং ৬ রান করেন। গাব্বায় ছন্দে ফিরতে মরিয়া থাকবেন ভারত অধিনায়ক। এদিনের প্র্যাকটিসে ছিলেন না যশপ্রীত বুমরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন হ্যামস্ট্রিংয়ে ছোট পান বুমরা। তবে এরপরও বল করেন। কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হয়। মঙ্গলবার প্র্যাকটিসে গরহাজির ছিলেন মহম্মদ সিরাজও। তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রিসবেন টেস্ট থেকে আবার স্বাভাবিক সময় খেলা শুরু। শুক্রবার ভারতীয় সময় ভোর ৫.৫০ মিনিটে শুরু হবে টেস্ট। প্রথম দিন আবহাওয়া ভাল থাকবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রির এর কাছাকাছি থাকবে। বাকি চারদিনও আবহাওয়া একই থাকার কথা। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?