মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বিশেষ প্রকল্প শুরু করল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন এখনই

Sumit | ২৮ নভেম্বর ২০২৪ ২১ : ০১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এইচডিএফসি ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কের মধ্যে অন্যতম সেরা একটি ব্যাঙ্ক। দেশের প্রত্যন্ত এলাকায় বিশেষ কিছু সেভিংস স্কিম চালু করছে তারা। এই স্কিমের নাম হল প্রগতি সেভিংস স্কিম। দেশের একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষরা এর লাভ ঘরে তুলতে পারবেন। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে প্রথমদিকে ৫১ টি শাখায় এই সুবিধা থাকবে। পরে ধীরে ধীরে অন্য শাখাতেও এই স্কিম চালু হয়ে যাবে।

 

দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে এই ধরণের স্কিম সকল মানুষকে সমান অধিকার দেবে বলেই মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কৃষকদের জন্য বিশেষ সুবিধা থাকবে এই স্কিমে। এছাড়াও দুচাকার গাড়ির লোন, ট্রাক্টর লোন, গোল্ড লোন, কিষাণ লোন, কিষাণ গোল্ড লোনের সুবিধা থাকছে এখানে। এই লোনের ফলে দেশের কৃষকরা অনেক বেশি সুবিধা পাবেন বলে মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

 

একেবারে জিরো ব্যালেন্সে খোলা যাবে এই স্কিম। সেখান থেকে নিজের ইচ্ছামতো লোন পেতে পারেন কৃষকরা। দেশের প্রতিটি অংশে এই ব্যাঙ্কের শাখা ছড়িয়ে রয়েছে। ফলে সেখানে সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন। শুধু লোন দেওয়াই এই স্কিমের প্রধান টার্গেট নয়। ব্যাঙ্কের অন্য সুবিধাও থাকছে এখানে।

 

যে লোন দেওয়া হবে তা যেন কৃষকরা নিশ্চিত মনে ফিরিয়ে দিতে পারেন সেদিকেও নজর দেওয়া হয়েছে। দেশের কোনও কৃষক যেন কোনও অসুবিধার মধ্যে না পড়েন সেদিকেও নজর রাখা হবে বলেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে। দ্রুত লোনের মাধ্যমে দেশের কৃষক সমাজ যেন তাদের উন্নতির পথে এগিয়ে যেতে পারে সেটাই প্রধান টার্গেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের। 


নানান খবর

সোশ্যাল মিডিয়া