
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামে তাঁকে আদালতে তোলা হচ্ছিল। সেইসময় তাঁর ভক্তদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইনজীবীদের। যার জেরে খুন হয়ে গেলেন এক আইনজীবী। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে সে দেশ।
চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মৃত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বন্দর নগরীর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সাইফুল ইসলাম আরিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁদের সমিতির সদস্য হত্যার প্রতিবাদে বুধবার আদালতের কাজকর্ম স্হগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের আইনজীবীরা।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁর জামিন নামঞ্জুর হয়ে যায়। এরপর তাঁকে জেলে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। সেইসময় বাঁধে বিপত্তি। তাঁর ভক্তরা প্রিজন ভ্যান অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানে উপস্থিত পুলিশ বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ফাটাতে থাকে, সঙ্গে চলতে থাকে গ্রেনেড নিক্ষেপ। প্রায় দু'ঘন্টা ধরে সংঘর্ষ চলার পরে চিন্ময় দাসকে জেলে পাঠানো সম্ভব হয়েছে। সঙ্গে ছিলেন আইনজীবীদের দলও।
মহম্মদ হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী আইনজীবী বলেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। সেইসময়ই টার্গেট হয়ে যান সাইফুল। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল ধারালো অস্ত্র। তাদের মধ্যে থেকে একজন প্রথমে সাইফুলের ডান পায়ে কোপ মারে। পরে ঘাড়ের পাশে কোপ দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই আইনজীবী হত্যায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। একটি বিবৃতি পেশ করে ইউনুস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনও মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মুরিদ বিমান ঘাঁটির 'আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি' লক্ষ্য করেই হামলা ভারতের? কী রয়েছে সেখানে? চমকে ওঠা তথ্য এল সামনে
চরম বিপাকে আমেরিকায় পড়তে যেতে আগ্রহী পড়ুয়ারা! ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তোলপাড়
‘আগুন নিয়ে খেলছেন’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের পুতিনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
আকাশ থেকে ঝরবে আগুন, ছারখার হবে পৃথিবী, বাবা ভাঙ্গার বার্তাই দিল….
এই সাপের বিষদাঁত সবচেয়ে বড়, হার মানবে কিং কোবরা-ব্ল্যাক মাম্বা-ও, দেখলেই আত্মারাম খাঁচা!
এই ছিল মনে! ৬ বছরের প্রেম, এক ঘণ্টাও টিকল না 'আদর্শ যুগল'-এর বিয়ে, হতবাক আত্মীয়রা
দুনিয়ার সবচেয়ে অদ্ভূত নদী, এর জল কয়লার মতো কালো! জানেন অনন্য এই নদীর নাম?
প্রতিবাদ-বিক্ষোভে জেরবার বাংলাদেশ, সরকারি কর্মীদের পর কাজ বন্ধ করে দিলেন শিক্ষকরা, প্রবল চাপে ইউনূস সরকার
মাটি খুঁড়লেই সোনার খনি, কোথায় রয়েছে এই অবাক করা জায়গা
ছ’ঘণ্টায় ৫৮৩ জন পুরুষের সঙ্গে সঙ্গম, হবু স্বামীকে ফোন করে অভিজ্ঞতা জানালেন তরুণী, কী হল তারপর?
রাষ্ট্রপতির মুখে সজোরে ধাক্কা মারলেন স্ত্রী! ক্যামেরায় বন্দী হয়ে গেল সবটা, বিশ্বের কাছে মুখ পুড়ল কোন দেশের?
এআই-কে বোকা বানাতে চান, রইল টিপস
মন হবে রাজার মতো, যদি মেনে চলেন এই নিয়মগুলি
চারিদিকে শুধুই প্লাস্টিক, এবার...
মাছ আমিষ নাকি নিরামিষ? এর উত্তরে আপনি অবাক হবেন
ফুলের কান আছে! সামনে এল যুগান্তকারী আবিষ্কার
ভয় ধরাল ৮৫ মিলিয়ন বছর আগের ‘দানব ফসিল’, শক্তি আন্দাজ করতে গিয়ে হিমসিম খেলেন গবেষকরা
পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে পাকিস্তান, মদত দিচ্ছে চিন, লক্ষ্য ভারত? মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য