
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাম ধরে ডেকে প্রথমে বাড়িতে প্রবেশ, এরপর ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ঙ্কর ডাকাতি। হাত-পা-মুখ বেঁধে নগদ টাকা পয়সা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, কুলতলির গরানকাটি গ্রামে রবিবার ভরসন্ধেতে বাড়িতেই ছিলেন পরিবারের সকল সদস্যেরা। হঠাৎই একজন দেখতে পান কয়েকজন বাড়ির কর্তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করছে। বাড়ির কর্তাকে কারা খুঁজছে অন্ধকারে বুঝতে না পেরে এক সদস্য এগিয়ে দরজার কাছে যেতেই বিদ্যুৎ চলে যায়। এরপরই আসল রূপ ধারণ করে ডাকাতদল। ধারালো অস্ত্র বের করে ঝোলা থেকে। এরপর পরিবারের সকলকে একসঙ্গে ডেকে তাঁদের হাত পা বেঁধে দেয়। সমস্ত ঘর খুঁজে বাড়িতে থাকা নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল।
বাড়ির এক ছোট সদস্য উপস্থিত ছিল। তার হাত বাঁধেনি ডাকাতদল। ডাকাতরা বেরিয়ে যাওয়ার পর ওই শিশু তার মায়ের হাত খুলে দেয়। দু'জনে মিলে সকলের হাত খুলে দেয়। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের ফোন করা হয়। খবর পেয়ে বাড়িতে আসেন আইজুল মিস্ত্রি। তিনি খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ, ডাকাতির মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আইজুল মিস্ত্রি জানান, সন্ধেবেলা তিনি বাড়িতে ছিলেন না, হঠাৎ ফোন আসে বাড়িতে ডাকাত পড়েছে। খবর শুনে এসে দেখেন, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করা, যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছে ডাকাত দল। আরেকজন সবরী ঘাটা জানিয়েছেন, সন্ধেতে ছেলেমেয়েদের পড়াচ্ছিলেন তিনি, ওই সময় নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে আসে কিছু যুবক। হঠাৎই কারেন্ট চলে যায়। এরপর হাত-পা বেঁধে বাড়িতে থাকা সোনার গহনা পাঁচ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। সেখানকার এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস জানান, এই ঘটনায় ডাকাতির মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। দ্রুত ধরা হবে ডাকাতদলকে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও