
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: আবারও ধর্ষনের ঘটনা হুগলিতে। এবার ধর্ষণ করে খুন করা হল পাঁচ বছরের এক শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হুগলির গুড়াপে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়ি থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুড়াপ থানায় খবর যায়। গুড়াপ থানার পুলিশ গ্রামে পৌঁছয়। গ্রামবাসীদের উদ্যোগে শিশুটিকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ব্যাপক মারধর করেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে।
মামলার গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে এই মামলার তদন্তভার ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের উপর দেওয়া হয়েছে। সোমবার চুঁচুড়া জেলা হাসপাতালে মৃত শিশুর মৃতদেহের ময়নাতদন্ত হয়। গ্রামীণ পুলিশের ডিএসপি (ডিএন্ডটি) প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, ধৃত অভিযুক্ত প্রৌঢ়কে এদিন চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পুলিশ সুপার এই মামলার তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছেন।
মৃত শিশুর বাবা জানিয়েছেন, মেয়ে মাংস খেতে চেয়েছিল। বাজারে গিয়েছিলেন মাংস কিনতে। বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। খুঁজতে গিয়ে দেখেন প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে মেয়ে। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। প্রতিবেশীরাও জানিয়েছেন, অভিযুক্তের স্বভাব ভাল ছিল না। এর আগেও নানা অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে।
এই প্রসঙ্গে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র বলেছেন, খুব মর্মান্তিক ঘটনা। এই অত্যাচার মেনে নেওয়া যায় না। প্রশাসন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে। তিনি জন প্রতিনিধি হিসাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন বিধায়ক।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও