সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার প্রযুক্তিতেই ভরসা, হাওড়ায় তৈরি ই-রিক্সা পাড়ি দিল ঘানায়

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ২১ : ৩১Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : এবার পশ্চিম আফ্রিকার ঘানার রাস্তায় দাপিয়ে বেড়াবে হাওড়া জেলায় তৈরি ই-রিক্সা 'পথের সাথী'। তোড়জোড় শেষ হয়েছে, সম্প্রতি বাংলার ৩০০ ই-রিক্সা দিচ্ছে সুদূর পশ্চিম আফ্রিকায়। ই-রিক্সা সরবরাহ করছে আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি তরফদার পাড়া এলাকার জালান কমপ্লেক্সে অবস্থিত, সংস্থা জে এস এস ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

 

সরবরাহ নয়, সংস্থার তরফে ঘানায় পৌঁছে যন্ত্রাংশ অ্যাসেম্বল করার ট্রেনিংও দেওয়া হবে। সংস্থার দুই কর্ণধার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমীর সেক এবং তার বন্ধু আবিদ মন্ডল। দুজনেরই বাড়ি হাওড়া জেলার আন্দুলে। শুরু থেকে এই সংস্থার রেডিমেড কাপড় আমদানি রপ্তানির ব্যবসা। ব্যবসা চলে সারা বছর। গত ২০১২ সাল থেকে কাপড়ের ব্যবসার পাশাপাশি ই-রিক্সা তৈরিতে উদ্যোগী হন সমীর বাবু। নিজস্ব প্রযুক্তিতে বাজার চলতি ই- রিক্সার থেকে আলাদা কিছু তৈরির কথা ভাবেন। তৈরি করে ফেলেন অন্যদের থেকে আলাদা ই-রিক্সা।

প্রয়োজনে যে রিক্সা বসার জায়গা খুলে শোয়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ প্রত্যন্ত গ্রামে এই রিক্সা অ্যাম্বুলেন্সের কাজ করবে। কাপড় রপ্তানির মাধ্যমেই ঘনিষ্ঠতা ছিল ঘানার সংস্থা এস কে এফ হোল্ডিংয়ের সঙ্গে। একদিন কাপড় নিতে এসে ওই সংস্থার কর্ণধারের নজর পরে পথের সাথী ই-রিক্সার দিকে। প্রথম দেখাতেই প্রযুক্তি পছন্দ হয়ে যায় তাঁদের। কথা হয় সমীর বাবুর সঙ্গে। কারখানায় গিয়ে খতিয়ে দেখেন ভারতীয় প্রযুক্তিতে ই রিক্সা তৈরির পদ্ধতি।

 

গত ২০২৩ সালের গোড়া থেকে শুরু হয় কথাবার্তা। ডিসেম্বর মাসে এস কে এফ হোল্ডিং এর সঙ্গে চুক্তি হয় যেএসএস ইন্ডাস্ট্রিজের। অর্ডার মেলে ৩০০ ই-রিক্সার। অবশেষে শুক্রবার কন্টেনার ভর্তি করে পথের সাথী পাড়ি দিল ঘানার উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সমীর বাবু জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ ঘানার ওই কোম্পানি পেমেন্ট করে দেয়। তারপরেই শুরু হয় অর্ডার সরবরাহ করার তোড়জোড়। তৈরি হয়ে যায় ই-রিক্সা।

 

সমস্যা দেখা দেয় ৬০০ টি ব্যাটারি নিয়ে। চিন থেকে ব্যাটারি আমদানি করার চেষ্টা করেও লাভ হয়না। ভারতের একাধিক ব্যাটারি কোম্পানিও ওই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি সরবরাহ করতে না পারার কথা জানিয়ে দেয়। শেষে চেন্নাইয়ের সূর্য ব্যাটারি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। তারাই সমস্ত ব্যাটারি সরবরাহ করে। পরে ই-রিক্সার যাবতীয় যন্ত্রাংশ আলাদা আলাদা করে কন্টেনারে তোলা হয়েছে। সমীর বাবু আরও জানিয়েছেন, কন্টেনার ঘানায় পৌঁছে যাওয়ার পর তিনি সেখানে যাবেন। সেখানে গিয়ে টানা মাসখানেক সেখানে থেকে তিনি ওই সংস্থার কর্মীদের ই-রিক্সা তৈরির ট্রেনিং দেবেন। হাতে কলমে নিয়ে যাওয়া যাবতীয় যন্ত্রাংশ ব্যবহার করে ই-রিক্সা অ্যাসেম্বল করা শেখাবেন। তবে ঘানার রাস্তায় চললেও ই-রিক্সার নাম কিন্তু থাকবে পথের সাথী।


Pother Sathi E-RickshawHowrah ManufacturingExport to Ghana

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া