সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ৩.৫ কোটি টাকা মুক্তিপণ চেয়ে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৫ অপহরণকারী

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ২১ : ৪৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার জেলার বেলুড় এলাকার দুই ব্যবসায়ী ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশের তৎপরতায় ফরাক্কা থানার আধিকারিকদের হাতে ধরা পড়ল পাঁচ অপহরণকারী। উদ্ধার করা হয়েছে দুই অপহৃত ব্যক্তিকে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।  জেলা পুলিশের এক শীর্ষ অধিকারিক জানিয়েছেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের খবর পাওয়ার পর হাওড়া পুলিশের একটি দল ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। অপহৃত  দুই ব্যক্তি এবং অপহরণকারীদেরকে নিয়ে তারা হাওড়া ফিরে যাবেন বলে সূত্রের খবর। 

 

পুলিশ সূত্রে খবর, অপহৃত দুই ব্যক্তির নাম সমীর খান (২৩) এবং মহম্মদ আম্বর খান (২৫)।  তাঁদের বাড়ি হাওড়া জেলার লিলুয়া-বেলুড় এলাকায়। ওই দুই ব্যক্তি লোহার ছাঁটের ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর।  বৃহস্পতিবার হাওড়া জেলার একটি এলাকা থেকে সমীর এবং আম্বরকে অপহরণ করে পাঁচ ব্যক্তি। এরপর তাদের পরিবারের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।  ওই দুই ব্যক্তির পরিবার এরপর হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে। 

 

পুলিশ সূত্রের খবর,  সমীর এবং আম্বরকে অপহরণ করার পর অপহরণকারীরা ঘনঘন নিজেদের অবস্থান বদলাতে থাকে। হাওড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপহরণকারীরা সমীর এবং আম্বরকে উত্তরবঙ্গের কোনও একটি গোপন ডেরাতে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিল।   শুক্রবার সকাল ন'টা নাগাদ  নিউ ফরাক্কা মোড়ে একটি নবনির্মিত হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য দুই অপহৃতকে নিয়ে পাঁচজন অপহরণকারী  একটি বাইক এবং গাড়িতে করে আসে। 

 

বাইক এবং গাড়িটি হোটেলের পার্কিং লটে রেখে সমীর এবং অম্বরকে নিয়ে দুই অপহরণকারী হোটেলের একটি ঘরের মধ্যে ঢুকে যায়। বাকি তিন অপহরণকারী হোটেলের লবিতে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ফরাক্কা থানার পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায় এবং পাঁচ অপহরণকারী সহ দুই অপহৃত ব্যক্তিকে সেখান থেকে ফারাক্কা থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়িটি। 

 

সূত্রের খবর, ফরাক্কার খুন্তিপাড়া এলাকার বাসিন্দা জনৈক রাজু দেবনাথ নামে এক যুবক নিউ ফরাক্কা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ছোটখাটো ওই হোটেলটি 'বুক' করেছিল।  অপহরণকারীরা সমীর এবং আম্বরকে হোটেলের ঘরের মধ্যে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরাক্কা থানার পুলিশ রাজু দেবনাথ ছাড়াও মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জনৈক রিঙ্কু শেখ, রেহান শেখ, সাত্তার শেখ এবং নদিয়া জেলার বাসিন্দা অভিজিৎ বালাকে আটক করেছে। অপহরণকারীদের সঙ্গে কী নিয়ে বিবাদ পুলিশ তা তদন্ত করে দেখছে।


Howrah Businessmen KidnappingFarakka Police RescueRansom Demand

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া