
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগ অনুষ্ঠিত হল শিশুশ্রী, বীরপুরুষ বীরাঙ্গনা সম্মান ২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, অ্যাডভাইজর অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায়, প্রাক্তন অ্যাডভাইজর প্রসূন ভৌমিক, কার্যনির্বাহী সম্পাদক মহুয়া সাঁতরা, স্পেশাল কনসালটেন্ট সৌমিত্র রায়-সহ কমিশনের অন্যান্য সদস্যরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। ১৪-২০ নভেম্বর বাংলায় পালিত হয়েছে শিশু অধিকার সপ্তাহ। প্রতিবছরই শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে দেওয়া হয়ে থাকে এই সম্মান। শিশু অধিকারের ওপর কাজ করেন যে সকল সাংবাদিকরা তাঁদের সম্মানিত করা হয় শিশুশ্রী পুরস্কারে। ৮টি বিভাগে হিন্দি, ইংরেজি, বাংলা এবং ডিজিটাল ও রেডিও বিভাগে 'শিশুশ্রী' সম্মানে সম্মানিত করা হয়েছে সাংবাদিকদের। শিশুশ্রী পুরষ্কার পেলেন দৈনিক ভাস্কর পত্রিকার বিশাল শ্রেষ্ঠা, আজকাল ডট ইনের তীর্থঙ্কর দাস, বর্তমান পত্রিকার মানসুর হাবিবুল্লাহ, সৌমজিৎ সাহা, আনন্দবাজার পত্রিকার সুপ্রকাশ চৌধুরী, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার মোহাম্মদ আসিফ, সুকুমার মাহাতো, দূরদর্শনের মামুন ফারুক এবং নিউজ ক্লিকের সন্দীপ চক্রবর্তী।
বীরপুরুষ এবং বীরাঙ্গনা সম্মানে সম্মানিত করা হয় সে সকল শিশুদের যারা ছোট বয়সে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজ এবং শিশুদের অধিকার রক্ষা করতে এগিয়ে আসে।
বীরাঙ্গনা সম্মান তুলে দেওয়া হল হাওড়ার জয়শ্রী মন্ডল, রানি, উত্তর ২৪ পরগণার জ্যোতির্ময়ী দাস, পূর্ব বর্ধমানের স্নেহা মন্ডল, পূর্ব মেদিনীপুরের শ্রুতি দাস (নাম পরিবর্তিত), প্রেরণা দাস (নাম পরিবর্তিত), আলিপুরদুয়ারের দিপালী তেলি, ঈশিকা ছেত্রী, উমা গোরে, নদিয়ার নুসরাত মল্লিক (নাম পরিবর্তিত), মারিয়ম খাতুন, মুর্শিদাবাদের দীপিকা (নাম পরিবর্তিত), রাকেশা খাতুন, কলকাতার শিবানী সাউ, সূপর্ণা দাস (নাম পরিবর্তিত), পশ্চিম মেদিনীপুরের মিঠু রায়, দক্ষিণ ২৪ পরগণার পাপড়ি সেন সাঁতরা, রুকাইয়া খাতুন, সংযুক্তা বিশাই, দেবশ্রী অধিকারী (নাম পরিবর্তিত), জলপাইগুড়ির রেণু মুন্ডা, দক্ষিণ দিনাজপুরের পায়েল পাল, উত্তর দিনাজপুরের লায়লা বানু এবং পুরুলিয়ার প্রিয়াঙ্কা মাহাতোর হাতে।
নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার প্রমান দিয়েছে প্রত্যেকে। পাচার হয়ে ফিরে আসা সমাজে হোক বা বাল্য বিবাহহ থেকে সরে আসা, সমাজে অসাধু, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের শায়েস্তা করেছে ওরা।
বীরপুরুষ সম্মানে সম্মানিত করা হল মুর্শিদাবাদের আলম রহমানকে। আলম মাধ্যমিকে ৭০০ এর মধ্যে ৬২৫, উচ্চমাধ্যমিকেও ৫০০-র মধ্যে ৪০২ পেয়েছে এবং সমস্ত প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখেই এসেছে সাফল্য। বীরপুরুষ সম্মান পেল হাওড়ার ধর্মা মাল, দক্ষিণ ২৪ পরগণার দীপ বৈরাগী, আলিপুরদুয়ারের ফিরোজ ওঁরাও, উত্তর ২৪ পরগণার আরমান শেখ, বিশেষভাবে সক্ষম পূর্ব মেদিনিপুরের বাবু সোরেন, ৭ বছর বয়সী কলকাতার শুভ্রজয় ঘোষ।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী