
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। অথচ হাতে নেই টাকা। কিছু সাহায্য করলে চিকিৎসার সুবিধে হয়। এই মর্মে ছিল আবেদন। সেই করুণ আবেদন শুনে অনেকেই অর্থ সাহায্য করেন। সেই টাকা দিয়ে আবেদনকারী যুবক কিনলেন ফ্ল্যাট। আজব এই ঘটনাটি ঘটেছে চীনে।
হুবেই প্রদেশের ইচাং শহরের বাসিন্দা ওই যুবকের নাম ল্যান। বয়স মাত্র ২৯ বছর। তিনি আবেদনে জানিয়েছিলেন, বিরল ক্যান্সারে আক্রান্ত তিনি। চিকিৎসা করানোর জন্য নেই টাকা। আর তার জন্য গত ১৪ অক্টোবর থেকে ক্রাউড ফান্ডিং করতে শুরু করেন তিনি। প্রচুর লোক তাঁর দুঃস্থ অবস্থার কথা জানতে পেরে তাঁকে অর্থসাহায্য করেন। ইতিমধ্যেই তাঁকে সাহায্য করেছেন সাড়ে চার হাজার লোক। সেখান থেকে উঠেছে চীনা মুদ্রায় সাত লাখ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮২ লাখ টাকা।
সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই গত ৯ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নতুন কেনা অ্যাপার্টমেন্টের ছবি। তখনই চক্ষু চড়কগাছ হয় নেটিজেনদের। শুরু হয় বিতর্ক। তিনি জানিয়েছিলেন, তাঁর বাবার মৃত্যুর পর তিনি অথৈ জলে পড়েছিলেন। তাঁর বাবার অনেক টাকা ধার বাকি ছিল। সেই টাকা মেটানোর মত পয়সা ছিল না তাঁর কাছে। এর মধ্যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। তিনি অনলাইনে যেখানে ক্রাউড ফান্ডিং করছিলেন সেখানে তাঁর যে ক্যান্সার ধরা পড়েছে তাঁর শংসাপত্রের ছবি দিয়েছিলেন। তবে ওই ক্রাউড ফান্ডিং তিনি গত সাত নভেম্বর বন্ধ করে দেন।
এর দু’দিন পরেই তাঁর ওই বাড়ি কেনার ছবি। যাঁরা তাঁকে টাকা দিয়ে সাহায্য করেছেন, তাদের অনেকেই তাঁর নামে মামলা করেন। তদন্তে উঠে আসে আরও অবাক করা তথ্য। তাঁর সম্পদের তালিকায় রয়েছে ১.১৭ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং একটি বিলাসবহুল গাড়ি। যে প্ল্যাটফর্মের মাধ্যমে ল্যান ক্রাউড ফান্ডিং করছিলেন তাঁরা ল্যানকে সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই প্ল্যাটফর্ম জানিয়ে দিয়েছ, তিনি আর ওই প্ল্যাটফর্মে কোনও পোস্ট করতে পারবেন না।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা