
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিনদিন বাকি। তারপরেই পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তবে সিরিজ শুরুর আগেই চোট এবং ব্যক্তিগত কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে টিম ইন্ডিয়াকে। অধিনায়ক রোহিত শর্মা পারিবারিক কারণে সিরিজের প্রথম টেস্টে থাকছেন না। কয়েকদিন আগে রোহিত এবং ঋতিকার পরিবারে পুত্রসন্তান এসেছে। তারপরেই ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, আরও কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন শুভমান গিল।
ফলে, তিন নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে থেকে প্রথম টেস্টে খেলানোর জন্য ভারতের কাছে বেশ কিছু অপশন রয়েছে। সেই তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কওয়াড়, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাড়িক্কল বা ধ্রুব জুরেলের মতো ক্রিকেটাররা। তবে, কারা শেষমেশ সুযোগ পাবেন, তা নিয়ে এখনও জোর জল্পনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। প্র্যাকটিস সেশনের কিছু ভিডিও দেখে সমর্থকরা আন্দাজ করছেন, পাড়িক্কল এবং জুরেল প্রথম একাদশে থাকতে পারেন।
মঙ্গলবারের প্র্যাকটিস সেশনে পাড়িক্কল, বিরাট কোহলি, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা গেছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে পরিচিত ধ্রুব জুরেলকে দেখা গেছে গালিতে ফিল্ডিং করতে। জানা গিয়েছে, রোহিত এবং গিলের পরিবর্ত হিসেবে গায়কোয়াড় এবং ঈশ্বরণের নামও উঠে এসেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাড়িক্কল এবং জুরেলের ওপর আস্থা রেখেছে দল। এই দুই ক্রিকেটারের মধ্যে জুরেলই প্রস্তুতি ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষেও দুর্দান্ত ফর্মে ছিলেন জুরেল। দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের